সিঁথিতে সিঁন্দুর-হাতে শাখা-পলা, এবার শিব হাতে নিয়ে ছবি পোস্ট গর্ভবতী মধুবনীর

Last Updated:
স্বামী রাজার সঙ্গে গুছিয়ে সংসার করছেন মধুবনী৷ আপাতত অপেক্ষায় সন্তানের জন্য৷
1/6
•গর্ভবতী অভিনেত্রী মধুবনী গোস্বামী৷ এখন শুধু সন্তান জন্মের অপেক্ষায় তিনি ও তাঁর স্বামী রাজা৷ অন্তঃসত্ত্বা অবস্থায় এবার আর শিবরাত্রী ব্রত পালন করতে পারলেন না তিনি৷ তবে শিব হাতে নিয়ে ছবি দিলেন৷ জানালেন গত বছর তিনি সারা দিন উপোস থেকে শিবরাত্রীর ব্রত পালন করেছিলেন৷
•গর্ভবতী অভিনেত্রী মধুবনী গোস্বামী৷ এখন শুধু সন্তান জন্মের অপেক্ষায় তিনি ও তাঁর স্বামী রাজা৷ অন্তঃসত্ত্বা অবস্থায় এবার আর শিবরাত্রী ব্রত পালন করতে পারলেন না তিনি৷ তবে শিব হাতে নিয়ে ছবি দিলেন৷ জানালেন গত বছর তিনি সারা দিন উপোস থেকে শিবরাত্রীর ব্রত পালন করেছিলেন৷
advertisement
2/6
•তারই ফল রূপে ভোলেনাথ তাঁকে আশীর্বাদ করেছেন এবং এখন তিনি সন্তানসম্ভবা, বলেছেন মধুবনী৷
•তারই ফল রূপে ভোলেনাথ তাঁকে আশীর্বাদ করেছেন এবং এখন তিনি সন্তানসম্ভবা, বলেছেন মধুবনী৷
advertisement
3/6
•এবছর আমার আর মহা শিবরাত্রী করা হল না, কিন্তু আগামী বছর নিশ্চয়ই করব৷ ভোলেনাথের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের সকলের মোনস্কামনা পূর্ণ করেন, লিখেছেন মধুবনী৷ শিব মূর্তি হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি৷
•এবছর আমার আর মহা শিবরাত্রী করা হল না, কিন্তু আগামী বছর নিশ্চয়ই করব৷ ভোলেনাথের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের সকলের মোনস্কামনা পূর্ণ করেন, লিখেছেন মধুবনী৷ শিব মূর্তি হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি৷
advertisement
4/6
•এরই মধ্যে সকলকে গুড নিউজ শুনিয়েছেন দম্পতি৷ তারপর থেকেই একের পর এক গর্ভাবস্থার ছবি উঠে আসছে মধুবনীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে৷
•এরই মধ্যে সকলকে গুড নিউজ শুনিয়েছেন দম্পতি৷ তারপর থেকেই একের পর এক গর্ভাবস্থার ছবি উঠে আসছে মধুবনীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে৷
advertisement
5/6
•এরই মধ্যে সকলকে গুড নিউজ শুনিয়েছেন দম্পতি৷ তারপর থেকেই একের পর এক গর্ভাবস্থার ছবি উঠে আসছে মধুবনীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে৷
•এরই মধ্যে সকলকে গুড নিউজ শুনিয়েছেন দম্পতি৷ তারপর থেকেই একের পর এক গর্ভাবস্থার ছবি উঠে আসছে মধুবনীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে৷
advertisement
6/6
•রাজা এখন ব্যস্ত তাঁর ধারাবাহিক খড়কুটো নিয়ে৷ এই ধারাবাহিকে তাঁর চরিত্রটি সকলের খুবই পছন্দের৷ তবে রাজা ও মধুবনী দু’জনেই অপক্ষা করছেন তাঁদের প্রথম সন্তানের জন্য৷ আগামী সময়ের জন্য অনেক শুভেচ্ছা রইল৷
•রাজা এখন ব্যস্ত তাঁর ধারাবাহিক খড়কুটো নিয়ে৷ এই ধারাবাহিকে তাঁর চরিত্রটি সকলের খুবই পছন্দের৷ তবে রাজা ও মধুবনী দু’জনেই অপক্ষা করছেন তাঁদের প্রথম সন্তানের জন্য৷ আগামী সময়ের জন্য অনেক শুভেচ্ছা রইল৷
advertisement
advertisement
advertisement