একদিকে ভালো মুড আর অন্যদিকে মাতৃত্ব। সব মিলিয়ে ছবিতে নুসরতে চোখে মুখে লাবণ্য বেড়ে গিয়েছে। সেই ঝলকানি দেখে বন্ধু মিমি চক্রবর্তীও কমেন্ট করেছেন, গ্লো করছে। অপরাজিতা আঢ্যও নুসরতের ছবিতে কমেন্ট করেছেন। তাঁর কমেন্টে ছোঁয়া রয়েছে আদর ও ভালোবাসার। তিনি লিখছেন, মিষ্টি লাগছে বাবু। ভালো থাকো।