Nusrat Jahan| Yash Dasgupta|| বাইরে অঝোরে বৃষ্টি! ৪ দিনের ছেলেকে নিয়ে পার্কস্ট্রিটে নুসরতের কফি ডেট! মুহূর্তে ভাইরাল ছবি...

Last Updated:
Nusrat Jahan & Yash Dasgupta: সিজারের ব্যাথা থাকলেও, হাসপাতালের দিনগুলো ভালই কেটেছে অভিনেত্রীর। চার দিনের ঈশান-কে নিয়ে নিয়ে রবিবার ছিল নুসরতের (Nusrat Jahan) কফি ডেট।
1/5
*বৃহস্পতিবার দুপুরে মা হয়েছেন নুসরত জাহান। কোল আলো করে এসেছে পুত্র সন্তান। বুধবার রাতে পার্কস্ট্রিটের নামজাদা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাংসদ অভিনেত্রী। তখন থেকেই তাঁর পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*বৃহস্পতিবার দুপুরে মা হয়েছেন নুসরত জাহান। কোল আলো করে এসেছে পুত্র সন্তান। বুধবার রাতে পার্কস্ট্রিটের নামজাদা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাংসদ অভিনেত্রী। তখন থেকেই তাঁর পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
2/5
*সাংসদ অভিনেত্রী নাকি তাঁর চিকিৎসকের কাছে অনুরোধ করেছিলেন, সন্তানের আসার মুহূর্তে ওটিতে যেন যশ দাশগুপ্তকে থাকতে দেওয়া হয়।শোনা গিয়েছে, ওটিতে তাঁর পাশেই ছিলেন প্রেমিক যশ। তাঁর পছন্দের ইংরাজী গান চালিয়ে হয়েছে অস্ত্রোপচার। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*সাংসদ অভিনেত্রী নাকি তাঁর চিকিৎসকের কাছে অনুরোধ করেছিলেন, সন্তানের আসার মুহূর্তে ওটিতে যেন যশ দাশগুপ্তকে থাকতে দেওয়া হয়।শোনা গিয়েছে, ওটিতে তাঁর পাশেই ছিলেন প্রেমিক যশ। তাঁর পছন্দের ইংরাজী গান চালিয়ে হয়েছে অস্ত্রোপচার। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
3/5
*সিজারের ব্যাথা থাকলেও, হাসপাতালের দিনগুলো ভালই কেটেছে অভিনেত্রীর। চার দিনের ঈশান-কে নিয়ে নিয়ে রবিবার ছিল নুসরতের (Nusrat Jahan) কফি ডেট। রবিবার বৃষ্টির দিনে সেই 'কফি ডেট'-র ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*সিজারের ব্যাথা থাকলেও, হাসপাতালের দিনগুলো ভালই কেটেছে অভিনেত্রীর। চার দিনের ঈশান-কে নিয়ে নিয়ে রবিবার ছিল নুসরতের (Nusrat Jahan) কফি ডেট। রবিবার বৃষ্টির দিনে সেই 'কফি ডেট'-র ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
4/5
*রবিবার ইনস্টা স্টোরিতে পাশাপাশি দুটি কফির কাপ রেখে ছবি পোস্ট করেন নুসরত। লেখেন, 'Rain Coffee & more'। দুটি কফি কাপের একটি নুসরতের, অন্যটি যে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) তা সহজেই অনুমান করা যায়। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*রবিবার ইনস্টা স্টোরিতে পাশাপাশি দুটি কফির কাপ রেখে ছবি পোস্ট করেন নুসরত। লেখেন, 'Rain Coffee & more'। দুটি কফি কাপের একটি নুসরতের, অন্যটি যে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) তা সহজেই অনুমান করা যায়। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
5/5
*এ দিকে, আজ জন্মাষ্টমীর দিন দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নুসরত। দুপুর ১টা নাগাদ হাস[পাতালের মধ্যে থেকে সদ্যোজাতকে কোলে নিয়ে বেরিয়ে আসেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাঁর পিছনে ছিলেন নুসরত। গাড়িতে উঠে সন্তানকে নুসরতের কোলে তুলে দেন যশ, তারপর গাড়ি চালিয়ে রওনা দেন অভিনেত্রীর বালিগঞ্জের বাড়ির দিকে। ছবিঃ ইনস্টাগ্রাম।
*এ দিকে, আজ জন্মাষ্টমীর দিন দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নুসরত। দুপুর ১টা নাগাদ হাস[পাতালের মধ্যে থেকে সদ্যোজাতকে কোলে নিয়ে বেরিয়ে আসেন অভিনেতা যশ দাশগুপ্ত। তাঁর পিছনে ছিলেন নুসরত। গাড়িতে উঠে সন্তানকে নুসরতের কোলে তুলে দেন যশ, তারপর গাড়ি চালিয়ে রওনা দেন অভিনেত্রীর বালিগঞ্জের বাড়ির দিকে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement