ভোটে বিপুল জয়ের পরেই নতুন সুখবর! সাত পাকে বাঁধা পড়তে চলছেন সাংসদ নুসরত জাহান

Last Updated:
1/8
• সপ্তদশ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ট্রাম্প কার্ড ছিলেন তিনি ৷ ফলাফলও করেছেন চোখে ধাঁ ধাঁ লেগে যাওয়ার মতো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সপ্তদশ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ট্রাম্প কার্ড ছিলেন তিনি ৷ ফলাফলও করেছেন চোখে ধাঁ ধাঁ লেগে যাওয়ার মতো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
• বসিরহাট কেন্দ্র থেকে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে তৃণমূলের টিকিটে জিতেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরত জাহান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• বসিরহাট কেন্দ্র থেকে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে তৃণমূলের টিকিটে জিতেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরত জাহান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
• ভোটের ফলাফল ঘোষণা হতেই তাই নুসরত পৌঁছে গিয়েছেন আজমের শরিফের দরগায় ৷ পুজো দিয়েছেন ৷ প্রার্থনা করেছেন ৷ আর তারপরেই একটি খবর ছড়িয়ে পড়েছে দ্রুত ৷ ছবি: ট্যুইটার ৷
• ভোটের ফলাফল ঘোষণা হতেই তাই নুসরত পৌঁছে গিয়েছেন আজমের শরিফের দরগায় ৷ পুজো দিয়েছেন ৷ প্রার্থনা করেছেন ৷ আর তারপরেই একটি খবর ছড়িয়ে পড়েছে দ্রুত ৷ ছবি: ট্যুইটার ৷
advertisement
4/8
• শোনা যাচ্ছে, আগামী জুন মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারকা সাংসদ নুসরত জাহান ৷ পাত্রটি কে? ছবি: ইনস্টাগ্রাম ৷
• শোনা যাচ্ছে, আগামী জুন মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারকা সাংসদ নুসরত জাহান ৷ পাত্রটি কে? ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
• সরাসরি বিনোদন জগতের সঙ্গে যুক্ত না হলেও হবু বরের সঙ্গে নাকি নুসরতের আলাপ কর্মসূত্রেই ৷ পাত্র নিখিল জৈন শহরের নামজাদা শিল্পপতি ৷ জুনের মাঝামাঝি সময়ে নিখিলের সঙ্গেই চার হাত এক হবে নুসরতের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• সরাসরি বিনোদন জগতের সঙ্গে যুক্ত না হলেও হবু বরের সঙ্গে নাকি নুসরতের আলাপ কর্মসূত্রেই ৷ পাত্র নিখিল জৈন শহরের নামজাদা শিল্পপতি ৷ জুনের মাঝামাঝি সময়ে নিখিলের সঙ্গেই চার হাত এক হবে নুসরতের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
• তবে এ শহরের বুকে নয় ৷ ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর আধুনিক ট্রেন্ডই পছন্দ নায়িকার ৷ তাই বিদেশের মাটিতেই নাকি সম্পন্ন হতে চলেছে নুসরত-নিখিলেন বিয়ে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• তবে এ শহরের বুকে নয় ৷ ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর আধুনিক ট্রেন্ডই পছন্দ নায়িকার ৷ তাই বিদেশের মাটিতেই নাকি সম্পন্ন হতে চলেছে নুসরত-নিখিলেন বিয়ে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
• শোনা যাচ্ছে, নাকি বিয়ে করতে ইস্তানবুলে উড়ে যাবেন এই পাওয়ার কাপল ৷ ঘনিষ্ঠ সূত্র বলছে, ইতিমধ্যেই ইস্তানবুলের এক পাঁচতারা হোটেল দিন তিনেকের জন্য বুক করে নিয়েছেন হবু দম্পতি। বুকিংয়ের তারিখ তানা গিয়েছে, জুনের ১৯ থেকে ২১। ছবি: ইনস্টাগ্রাম ৷
• শোনা যাচ্ছে, নাকি বিয়ে করতে ইস্তানবুলে উড়ে যাবেন এই পাওয়ার কাপল ৷ ঘনিষ্ঠ সূত্র বলছে, ইতিমধ্যেই ইস্তানবুলের এক পাঁচতারা হোটেল দিন তিনেকের জন্য বুক করে নিয়েছেন হবু দম্পতি। বুকিংয়ের তারিখ তানা গিয়েছে, জুনের ১৯ থেকে ২১। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/8
• ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে মেহন্দি, সঙ্গীত, বিয়ের প্রস্তুতি ৷ গত ২ মাস ভোটের কাজে ব্যস্ত থাকায় এসব দিকে মোটেই সময় দিতে পারেননি নুসরত ৷ তবে প্রস্তুতি থেমে নেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
• ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে মেহন্দি, সঙ্গীত, বিয়ের প্রস্তুতি ৷ গত ২ মাস ভোটের কাজে ব্যস্ত থাকায় এসব দিকে মোটেই সময় দিতে পারেননি নুসরত ৷ তবে প্রস্তুতি থেমে নেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement