Nusrat Jahan|| শাড়িতে মোহময়ী 'নতুন' মা নুসরত, নায়িকার নয়া রূপ থেকে চোখ ফেরাতে পারবেন না...

Last Updated:
New Mom Nusrat Jahan Saree Looks: মা হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। বৃহস্পতিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। একেবারে সুস্থ রয়েছেন নতুন মা এবং সদ্যোজাত।
1/7
*মা হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। বৃহস্পতিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। একেবারে সুস্থ রয়েছেন নতুন মা এবং সদ্যোজাত। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*মা হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। বৃহস্পতিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। একেবারে সুস্থ রয়েছেন নতুন মা এবং সদ্যোজাত। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
2/7
*হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নুসরত এবং তাঁর সন্তানের শারীরিক সমস্ত প্যারামিটার ঠিক থাকলে, রবিবারের অভিনেত্রীকে হাসপাতাল থেকে কবে ছুটি দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নুসরত এবং তাঁর সন্তানের শারীরিক সমস্ত প্যারামিটার ঠিক থাকলে, রবিবারের অভিনেত্রীকে হাসপাতাল থেকে কবে ছুটি দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
3/7
*গর্ভবতী থাকাকালীনও নুসরতকে শাড়ি পড়ে দেখা গিয়েছে প্রকাশ্যে। নিখিল জৈনের সঙ্গে বর্তমানে কোনও সম্পর্ক নেই নুসরতের। কিন্তু নিখিলের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি নিখিলের ব্র্যান্ডের অন্যতম মুখ ছিলেন। বিয়ের পরে তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরে দেখা গিয়েছে। ছবিঃ ইনস্টাগ্রাম।       
*গর্ভবতী থাকাকালীনও নুসরতকে শাড়ি পড়ে দেখা গিয়েছে প্রকাশ্যে। নিখিল জৈনের সঙ্গে বর্তমানে কোনও সম্পর্ক নেই নুসরতের। কিন্তু নিখিলের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি নিখিলের ব্র্যান্ডের অন্যতম মুখ ছিলেন। বিয়ের পরে তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরে দেখা গিয়েছে। ছবিঃ ইনস্টাগ্রাম।       
advertisement
4/7
*অনেকেঈ বলেন নুসরতের কাছে হরেক শাড়ির কালেকশন রয়েছে। উৎসব অনুষ্ঠান হোক কিংবা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান...নুসরতের সবসময়ের পছন্দ শাড়ি কিংবা লেহেঙ্গা। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ দিলেও, সেটা স্পষ্ট হয়। নানা সময়ে নানা শাড়িতে ছবি রয়েছে তাঁর। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*অনেকেঈ বলেন নুসরতের কাছে হরেক শাড়ির কালেকশন রয়েছে। উৎসব অনুষ্ঠান হোক কিংবা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান...নুসরতের সবসময়ের পছন্দ শাড়ি কিংবা লেহেঙ্গা। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ দিলেও, সেটা স্পষ্ট হয়। নানা সময়ে নানা শাড়িতে ছবি রয়েছে তাঁর। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
5/7
*নুসরতকে ২০১৯ সালের দুর্গাপুজোয় দেখা গিয়েছে লালপাড় সাদা শাড়িতে। সুরুচি সঙ্ঘে স্বামী নিখিলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। সঙ্গী ছিলেন টলিউডের জনপ্রিয় জুটি সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী মিথিলা। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*নুসরতকে ২০১৯ সালের দুর্গাপুজোয় দেখা গিয়েছে লালপাড় সাদা শাড়িতে। সুরুচি সঙ্ঘে স্বামী নিখিলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। সঙ্গী ছিলেন টলিউডের জনপ্রিয় জুটি সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী মিথিলা। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
6/7
*লোকসভা নির্বাচনে তিনি যখন প্রার্থী হন, তখনও তাঁকে সমস্ত প্রচারে শাড়ি পরেই দেখা যেত। বেশিরভাগ সময়েই প্যাস্টেল শেডের লিনেনের শাড়িতে দেখা মিলত সাংসদ অভিনেত্রীর। শপথ নেওয়ার দিনেও শাড়ি পড়েছিলেন নুসরত। ছবিঃ ইনস্টাগ্রাম। 
*লোকসভা নির্বাচনে তিনি যখন প্রার্থী হন, তখনও তাঁকে সমস্ত প্রচারে শাড়ি পরেই দেখা যেত। বেশিরভাগ সময়েই প্যাস্টেল শেডের লিনেনের শাড়িতে দেখা মিলত সাংসদ অভিনেত্রীর। শপথ নেওয়ার দিনেও শাড়ি পড়েছিলেন নুসরত। ছবিঃ ইনস্টাগ্রাম। 
advertisement
7/7
*এ দিকে সূত্রের খবর, যশের ইংরাজি নামের সঙ্গে মিলিয়ে Y- দিয়েই নাম দেওয়া হয়েছে নুসরতের ছেলের। তার নাম দেওয়া হয়েছে ঈশান। ইংরেজিতে যার বানান হবে Yishaan। ছবিঃ ইনস্টাগ্রাম।
*এ দিকে সূত্রের খবর, যশের ইংরাজি নামের সঙ্গে মিলিয়ে Y- দিয়েই নাম দেওয়া হয়েছে নুসরতের ছেলের। তার নাম দেওয়া হয়েছে ঈশান। ইংরেজিতে যার বানান হবে Yishaan। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement