অগ্নি’কে সাক্ষী রেখে স্বামী ওম’কে সিঁদুর পরিয়ে দিলেন মিমি! শেয়ার করলেন সেই ছবি

Last Updated:
এই বিয়েতে না হল কোনও কন্যা সম্প্রদান, না হল পিঁড়িতে চড়ে কনের প্রবেশ । কনেকে সিঁদুরদানের পর বরও কপালে পরলেন সেই শুভ সিঁদুর ।
1/7
• শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে । পাত্র ওম সাহানি আর পাত্রী মিমি দত্ত । তবে এ বিয়ের রীতি, আচার, অনুষ্ঠান সবটাই ছিল একটু অন্য স্বাদের । একটু ছকভাঙা ।
• শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে । পাত্র ওম সাহানি আর পাত্রী মিমি দত্ত । তবে এ বিয়ের রীতি, আচার, অনুষ্ঠান সবটাই ছিল একটু অন্য স্বাদের । একটু ছকভাঙা ।
advertisement
2/7
• এই বিয়েতে না হল কোনও কন্যা সম্প্রদান, না হল পিঁড়িতে চড়ে কনের প্রবেশ । কনেকে সিঁদুরদানের পর বরও কপালে পরলেন সেই শুভ সিঁদুর । কিন্তু কেন এমন বিপরীতমূখী নিয়মকানুন?
• এই বিয়েতে না হল কোনও কন্যা সম্প্রদান, না হল পিঁড়িতে চড়ে কনের প্রবেশ । কনেকে সিঁদুরদানের পর বরও কপালে পরলেন সেই শুভ সিঁদুর । কিন্তু কেন এমন বিপরীতমূখী নিয়মকানুন?
advertisement
3/7
• আসলে ওম-মিমি’র বিয়ে সম্পন্ন হল বৈদিক মতে । ঠিক যেন সিনেমার মতো । ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমাটা তো অনেকেই দেখেছিলেন । রাজ্যের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের জীবনের উপর আধারিত ছিল ছবিটি । মুখ্য ভূমিকায় ছিলেন ঋতাভরী চক্রবর্তী । সেই নন্দিনী ভৌমিকই বিয়ে দিয়েছেন ওম-মিমি’র ।
• আসলে ওম-মিমি’র বিয়ে সম্পন্ন হল বৈদিক মতে । ঠিক যেন সিনেমার মতো । ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমাটা তো অনেকেই দেখেছিলেন । রাজ্যের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের জীবনের উপর আধারিত ছিল ছবিটি । মুখ্য ভূমিকায় ছিলেন ঋতাভরী চক্রবর্তী । সেই নন্দিনী ভৌমিকই বিয়ে দিয়েছেন ওম-মিমি’র ।
advertisement
4/7
• ফলে বিয়েতে চিরাচরিত রীতি মানা হয়নি । কন্যা সম্প্রদানও হয়নি । বর-কনে দু’জনেই সিঁদুর পরেছেন ।
• ফলে বিয়েতে চিরাচরিত রীতি মানা হয়নি । কন্যা সম্প্রদানও হয়নি । বর-কনে দু’জনেই সিঁদুর পরেছেন ।
advertisement
5/7
• সম্প্রতি সেই ছবিটিই পোস্ট করলেন মিমি দত্ত । নিজের ইনস্টা হ্যান্ডেলে নিজের বিয়ের একটি ছবি পোস্ট করেন নায়িকা । সিঁদুরদানের পর যেখানে নিজে হাতে করে স্বামী ওমকেও সিঁদুর পরিয়ে দিচ্ছেন তিনি ।
• সম্প্রতি সেই ছবিটিই পোস্ট করলেন মিমি দত্ত । নিজের ইনস্টা হ্যান্ডেলে নিজের বিয়ের একটি ছবি পোস্ট করেন নায়িকা । সিঁদুরদানের পর যেখানে নিজে হাতে করে স্বামী ওমকেও সিঁদুর পরিয়ে দিচ্ছেন তিনি ।
advertisement
6/7
• ছবির ক্যাপশনে লেখেন, ‘‘ভালবাসার কোনও সীমানা হয় না । অগ্নি কে সাক্ষী রেখে আমিও তোমায় সিঁদুর পরিয়ে দিলাম ।’’
• ছবির ক্যাপশনে লেখেন, ‘‘ভালবাসার কোনও সীমানা হয় না । অগ্নি কে সাক্ষী রেখে আমিও তোমায় সিঁদুর পরিয়ে দিলাম ।’’
advertisement
7/7
• বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন মিমি। গা ভর্তি সোনার গয়না। টোপর মাথায় দিয়ে ছাতনা তলায় হাজির ওম । গানের তালে, সুরের ছন্দে, বিশুদ্ধ মন্ত্রচ্চারণের আবেশে একসঙ্গে পথচলার শপথ নিলেন ওম মিমি।
• বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন মিমি। গা ভর্তি সোনার গয়না। টোপর মাথায় দিয়ে ছাতনা তলায় হাজির ওম । গানের তালে, সুরের ছন্দে, বিশুদ্ধ মন্ত্রচ্চারণের আবেশে একসঙ্গে পথচলার শপথ নিলেন ওম মিমি।
advertisement
advertisement
advertisement