1/ 6


♦ ধীরে ধীরে বড় হয়ে উঠছে ৷ তবে এখনই খুব অ্যাটিটিউড ৷ এমনকী হাবভাবটা এমন যেন, কত্ত বড়! কিছুদিন আগেই চট্টোপাধ্যায় পরিবারে এসেছে নতুন সদস্য ৷ অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে ছোট্ট আদিদেবকে নিয়ে মাতোয়ারা গোটা পরিবার ৷
2/ 6


♦ সুদীপার শ্বশুরবাড়ি আর বাপেরবাড়ির মানুষজন মেতে উঠেছে পরিবারের খুদে সদস়্যকে নিয়ে ৷ এ তো মাসদুয়েক আগে অন্নপ্রাশন হয়ে গিয়েছে ছোট্ট আদিদেবের ৷
3/ 6


♦ এ বার মামাভাত খেল সুদীপার ছোট্ট ছেলে ৷ সেই ছবিই নিজদের ইনস্টাগ্রাম এবং ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন সুদীপা নিজেই ৷
4/ 6


♦ সেখানে দেখা যাচ্ছে মামা বাড়িতে প্রথমবার ভাত খাওয়ার জন্য সাদা সুতির ধুতি-পাঞ্জাবির উপর বাহারি নকশার সুতির কাজে সেজে উঠেছে আদি ৷