বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। তাই এবারের লক্ষ্মী পুজো স্পেশাল নবদম্পতির কাছে। ছবি পোস্ট করে ক্যাপশনে দেবলীনা লিখেছেন, "উত্তমকুমারের নাতবৌ হিসেবে প্রথম লক্ষীপুজো"। সাদা সোনালি ও লালের মিশেলে একটি শাড়ি পরেছিলেন দেবলীনা। সঙ্গে গা ভর্তি সোনার গয়না। গৌরবের পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবির সঙ্গে সাদা উত্তরীয়। মায়ের মূর্তিও দেখার মতো।