Kojagari Lakshmi Puja 2021: দেবলীনা কুমার থেকে অদিতি মুন্সী! কোজাগরীর পুজোয় তারকারা, দেখুন অ্যালবাম

Last Updated:
Kojagari Lakshmi Puja 2021: অনেকের বাড়িতেই হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। বাদ নেই টলি ও টেলি পাড়ার তারকারাও। দেখে নেওয়া যাক তাঁদের লক্ষ্মী পুজোর অ্যালবাম।
1/12
মঙ্গলবার থেকেই পূর্ণিমা লেগে গিয়েছে। অনেকের বাড়িতেই হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো (Kojagari Lakshmi Puja 2021) । বাদ নেই টলি ও টেলি পাড়ার তারকারাও। দেখে নেওয়া যাক তাঁদের লক্ষ্মী পুজোর অ্যালবাম।
মঙ্গলবার থেকেই পূর্ণিমা লেগে গিয়েছে। অনেকের বাড়িতেই হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো (Kojagari Lakshmi Puja 2021) । বাদ নেই টলি ও টেলি পাড়ার তারকারাও। দেখে নেওয়া যাক তাঁদের লক্ষ্মী পুজোর অ্যালবাম।
advertisement
2/12
বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। তাই এবারের লক্ষ্মী পুজো স্পেশাল নবদম্পতির কাছে। ছবি পোস্ট করে ক্যাপশনে দেবলীনা লিখেছেন, "উত্তমকুমারের নাতবৌ হিসেবে প্রথম লক্ষীপুজো"। সাদা সোনালি ও লালের মিশেলে একটি শাড়ি পরেছিলেন দেবলীনা। সঙ্গে গা ভর্তি সোনার গয়না। গৌরবের পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবির সঙ্গে সাদা উত্তরীয়। মায়ের মূর্তিও দেখার মতো।
বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। তাই এবারের লক্ষ্মী পুজো স্পেশাল নবদম্পতির কাছে। ছবি পোস্ট করে ক্যাপশনে দেবলীনা লিখেছেন, "উত্তমকুমারের নাতবৌ হিসেবে প্রথম লক্ষীপুজো"। সাদা সোনালি ও লালের মিশেলে একটি শাড়ি পরেছিলেন দেবলীনা। সঙ্গে গা ভর্তি সোনার গয়না। গৌরবের পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবির সঙ্গে সাদা উত্তরীয়। মায়ের মূর্তিও দেখার মতো।
advertisement
3/12
উত্তম কুমারের পরিবারে চলতি বছরে আরও একটি বিয়ে হয়েছে। তরুণ কুমারের নাতি সৌরভ ও ত্বরিতারও বিয়ের পরে এই প্রথম লক্ষ্মীপুজো। ত্বরিতা সাবেকি কায়দায় নীল জড়ি পাড় শাড়ি পরেছিলেন। সৌরভ পরেছিলেন ডিজাইনার পাঞ্জাবি।
উত্তম কুমারের পরিবারে চলতি বছরে আরও একটি বিয়ে হয়েছে। তরুণ কুমারের নাতি সৌরভ ও ত্বরিতারও বিয়ের পরে এই প্রথম লক্ষ্মীপুজো। ত্বরিতা সাবেকি কায়দায় নীল জড়ি পাড় শাড়ি পরেছিলেন। সৌরভ পরেছিলেন ডিজাইনার পাঞ্জাবি।
advertisement
4/12
অপরাজিতা আঢ্যের বাড়িতে লক্ষ্মী পূজা প্রতি বছরই স্পেশাল। সাবেকি কায়দায় কোজাগরী লক্ষ্মী পুজো করেন তিনি। মাকে নিজে হাতেই সাজিয়েছেন অপরাজিতা। তারপর এই ছবি পোস্ট করেছেন তিনি।
অপরাজিতা আঢ্যের বাড়িতে লক্ষ্মী পূজা প্রতি বছরই স্পেশাল। সাবেকি কায়দায় কোজাগরী লক্ষ্মী পুজো করেন তিনি। মাকে নিজে হাতেই সাজিয়েছেন অপরাজিতা। তারপর এই ছবি পোস্ট করেছেন তিনি।
advertisement
5/12
বাড়িতে লক্ষ্মী পুজো করলেন ঋতাভরী চক্রবর্তীও। তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা ও দিদি। তাই ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "মা লক্ষ্মী আর আমার বাড়ির লক্ষ্মীরা।"
বাড়িতে লক্ষ্মী পুজো করলেন ঋতাভরী চক্রবর্তীও। তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা ও দিদি। তাই ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "মা লক্ষ্মী আর আমার বাড়ির লক্ষ্মীরা।"
advertisement
6/12
এনা সাহাও বাড়িতে লক্ষ্মী পুজো করেন প্রতি বছর। বোনের সঙ্গে এই ছবি পোস্ট করেছেন তিনি। এনার বাড়িতে কালই হয়েছে পুজো।
এনা সাহাও বাড়িতে লক্ষ্মী পুজো করেন প্রতি বছর। বোনের সঙ্গে এই ছবি পোস্ট করেছেন তিনি। এনার বাড়িতে কালই হয়েছে পুজো।
advertisement
7/12
গায়িকা তথা বিধায়ক বিধায়ক অদিতি মুন্সীও প্রতিবছর বাড়িতে কোজাগরীর পুজো করেন। একটি ভিডিও আপলোড করেছেন।
গায়িকা তথা বিধায়ক বিধায়ক অদিতি মুন্সীও প্রতিবছর বাড়িতে কোজাগরীর পুজো করেন। একটি ভিডিও আপলোড করেছেন।
advertisement
8/12
বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো অভিনেত্রী মিমি দত্তেরও। লক্ষ্মীর পাঁচালি পড়ার সময়ে এই ছবি তুলে পোস্ট করেছেন তাঁর স্বামী ওম সাহানি। অভিনেত্রী নবনীতা দাসও বাড়িতে পুজো করলেন।
বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো অভিনেত্রী মিমি দত্তেরও। লক্ষ্মীর পাঁচালি পড়ার সময়ে এই ছবি তুলে পোস্ট করেছেন তাঁর স্বামী ওম সাহানি। অভিনেত্রী নবনীতা দাসও বাড়িতে পুজো করলেন।
advertisement
9/12
অভিনেত্রী শ্রুতি দাস ও রণিতা দাসও বাড়িতে লক্ষ্মী পুজো করে ছবি পোস্ট করলেন।
অভিনেত্রী শ্রুতি দাস ও রণিতা দাসও বাড়িতে লক্ষ্মী পুজো করে ছবি পোস্ট করলেন।
advertisement
10/12
লক্ষ্মী পুজো উপলক্ষে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি বেছে নিয়েছেন একটি হলুদ শাড়ি।
লক্ষ্মী পুজো উপলক্ষে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি বেছে নিয়েছেন একটি হলুদ শাড়ি।
advertisement
11/12
গায়িকা ইমন চক্রবর্তীও বাড়িতে পুজো করছেন। পুজোর জোগাড়যন্ত্রও নিজেই সেরেছেন তিনি।
গায়িকা ইমন চক্রবর্তীও বাড়িতে পুজো করছেন। পুজোর জোগাড়যন্ত্রও নিজেই সেরেছেন তিনি।
advertisement
12/12
advertisement
advertisement
advertisement