1/ 6


• একটি হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করলেন ঈশা সাহা। এই ভিডিওতে একেবারে অন্য অবতারে দেখা যাবে নায়িকাকে।এই ভিডিওতে রয়েছে আরো বেশ কিছু চমক।
2/ 6


• ইশার বিপরীতে অভিনয় করছেন করণ হরিহরণ। বিখ্যাত গায়ক হরিহরণ-এর পুত্র করণ। এই মিউজিক ভিডিও দিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
3/ 6


• মিউজিক ভিডিওর গানটি গেয়েছেন হরিহরণ জি। সুর করেছেন পণ্ডিত বিক্রম ঘোষ। ঈশা ও করণকে পরিচালনা করেছেন অরিন্দম শীল।
4/ 6


• এত সব তাবড় শিল্পীরা একসঙ্গে এসে কাজ করছেন। এই ভিডিও কেমন হবে তা নিয়ে দর্শকের মধ্যে বেশ কৌতুহল রয়েছে, তা বলাই বাহুল্য।ভিডিওর শ্যুটিং হয়েছে টিটাগড় সংলগ্ন এলাকায়।
5/ 6


• এই অ্যালবামের নাম ইশক। মোট ৬টি গান রয়েছে এই অ্যালবামে। ঈশা ছাড়াও এই অ্যালবামে অভিনয় করেছেন তুহিনা দাস।