Yash Dasgupta|| অবশেষে সুখবর শেয়ার করলেন অভিনেতা যশ দাশগুপ্ত! কেন এমন সিদ্ধান্ত? জানালেন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
সম্প্রতি সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) ঘনিষ্ঠতা চর্চায়। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে চলছে জলঘোলা। তার মধ্যেই নিজের পুরনো জায়গায় ফিরতে চাইছেন অভিনেতা।
advertisement
*এরপরেই শুরু হয় সেই শিশুর পিতৃ পরিচয় নিয়ে চিরুনী তল্লাশি। অন্যদিকে নিখিল জৈনও সেই সন্তানের দায় অস্বীকার করেছেন। আর এতে আরও জোরালো হয় যে, নুসরতের সন্তানের বাবা যশই। কীভাবে লাইম -লাইটে থাকতে হয় এটা যশ এবং নুসরত জাহান দুজনেই ভালো মতো জানেন। কারণ রাজনীতিতে অল্প সময়ের জন্য জড়িয়ে গার্লফ্রেন্ড নুসরত-র বিপরীত রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়িয়েও একবার শিরোনামে উঠে আসেন যশ।সংগৃহীত ছবি।
advertisement
*তবে সাম্প্রতিক ঘটনাগুলিতে বোঝা যায় তাঁদের সম্পর্কে সেসব কিছু প্রভাব ফেলেনি। ডিসেম্বরে তাঁদের রাজস্থান (Rajasthan) ভ্রমণের পর থেকেই যশ ও নুসরত তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলিতে একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে পিছপা হননি। আর এসবের মধ্যেই নেট দুনিয়ায় বিতর্ক দেখা দিয়েছে নুসরতের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*এছাড়াও খবর রয়েছে, ছোট পর্দার পাশাপাশি তিনি নাকি সই করেছেন তিনটি ওয়েব সিরিজেও। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সঙ্গে ২০১৬ সালে বীরসা দাশগুপ্তের (Birsa Dasgupta)গ্যাংস্টারের (Gangster) দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন যশ। এর আগে স্টার জলসার ‘বোঝে না সে বোঝে’(Bojhena Se Bojhena) ধারাবাহিকের সুবাদে ‘যশ্মিতা’ জুটিকে প্রথম পর্দায় দেখা যায়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement