Bengali Film: চোরের সঙ্গে বড়লোক বাড়ির মেয়ের জমাটি প্রেম! কী হবে পরিণতি?

Last Updated:
পরিচালক শিলাদিত্য মৌলিক (Shieladitya Moulik) পরিচালিত ছবি লুকোচুরির (Bengali film Lukochuri) গল্প এগোবে এই প্রেমের কাহিনির উপর ভিত্তি করেই৷
1/5
*পরিচালক শিলাদিত্য মৌলিকের পরিচালনায় তৈরি হল নতুন ছবি লুকোচুরি৷ আপাতত শেষ হয়েছে শ্যুটিংপর্ব৷ ছবিতে অভিনয় করেছেন রাজদীপ দেব, সাহেব চট্টোপাধ্যায়, আত্মদীপ ঘোষ, গুলসানারা খাতুন, আঙ্গনা রায়, সুকন্যা৷
*পরিচালক শিলাদিত্য মৌলিকের পরিচালনায় তৈরি হল নতুন ছবি লুকোচুরি৷ আপাতত শেষ হয়েছে শ্যুটিংপর্ব৷ ছবিতে অভিনয় করেছেন রাজদীপ দেব, সাহেব চট্টোপাধ্যায়, আত্মদীপ ঘোষ, গুলসানারা খাতুন, আঙ্গনা রায়, সুকন্যা৷
advertisement
2/5
*এর আগে শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবি সোয়েটার দারুণ সাড়া ফেলেছিল৷ সেই ছবিতে যেমন ছবি সম্পর্কের বুনোট, তেমনই লুকোচুরি ছবিতেও থাকছে সম্পর্কের গল্প৷ এক বাড়িতে চুরি করতে এসে, সেই বাড়ির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে চোর! দুই ভিন্ন মানসিকতার মানুষের প্রেম কতদূর গড়ায়, বা আদৌ বজায় থাকে কী না, সেই নিয়ে এগোবে ছবি৷ বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে এক চোরের প্রেমকে কীভাবে ফুটিয়ে তুলবেন পরিচালক, সেটাই দেখার৷
*এর আগে শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবি সোয়েটার দারুণ সাড়া ফেলেছিল৷ সেই ছবিতে যেমন ছবি সম্পর্কের বুনোট, তেমনই লুকোচুরি ছবিতেও থাকছে সম্পর্কের গল্প৷ এক বাড়িতে চুরি করতে এসে, সেই বাড়ির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে চোর! দুই ভিন্ন মানসিকতার মানুষের প্রেম কতদূর গড়ায়, বা আদৌ বজায় থাকে কী না, সেই নিয়ে এগোবে ছবি৷ বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে এক চোরের প্রেমকে কীভাবে ফুটিয়ে তুলবেন পরিচালক, সেটাই দেখার৷
advertisement
3/5
*চুরির মধ্যে রয়েছে এক রোমাঞ্চ৷ কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে চুরি করা ছেড়ে দেয় মিকি৷ তাতেই দম আটকে ওঠে শিবাঙ্গির৷ জীবন থেকে হারিয়ে যায় থ্রিল! এহেন পরিস্থিতি কোন মোড় নেয়, সেই গল্প বলবে শিলাদিত্যের লুকোচুরি৷
*চুরির মধ্যে রয়েছে এক রোমাঞ্চ৷ কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে চুরি করা ছেড়ে দেয় মিকি৷ তাতেই দম আটকে ওঠে শিবাঙ্গির৷ জীবন থেকে হারিয়ে যায় থ্রিল! এহেন পরিস্থিতি কোন মোড় নেয়, সেই গল্প বলবে শিলাদিত্যের লুকোচুরি৷
advertisement
4/5
*লুকোচুরি ছবিটির প্রযোজনা করেছে নলিনী লক্ষ্মী ক্রিয়েশন অ্যান্ড দা বিগ ডে৷ ছবিটির উপস্থাপনার দায়িত্বে ননী গোপাল দেব ও শুভেন কুমার দাস৷ ছবির চিত্রগ্রাহক সৌভিক বসু৷ এবং ছবিতে সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য৷
*লুকোচুরি ছবিটির প্রযোজনা করেছে নলিনী লক্ষ্মী ক্রিয়েশন অ্যান্ড দা বিগ ডে৷ ছবিটির উপস্থাপনার দায়িত্বে ননী গোপাল দেব ও শুভেন কুমার দাস৷ ছবির চিত্রগ্রাহক সৌভিক বসু৷ এবং ছবিতে সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য৷
advertisement
5/5
*আপাতত লুকোচুরি ছাড়াও শিলাদিত্যের ঝুলিতে রয়েছে আরও একটি ছবি৷ নাম চিনেবাদাম৷ তাতে অভিনয় করছেন যশ সেনগুপ্ত ও এনা সাহা৷ ছবির প্রযোজক এনা নিজেই৷
*আপাতত লুকোচুরি ছাড়াও শিলাদিত্যের ঝুলিতে রয়েছে আরও একটি ছবি৷ নাম চিনেবাদাম৷ তাতে অভিনয় করছেন যশ সেনগুপ্ত ও এনা সাহা৷ ছবির প্রযোজক এনা নিজেই৷
advertisement
advertisement
advertisement