এ বার মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ পরিবারে ঢুকে পড়লেন সৌরসেনী মৈত্র

Last Updated:
খানিকটা ঋতুপর্ণ ঘোষের 'উৎসব'-এর মতো বাঙালি আবেগ তুলে ধরবে মৈনাক ভৌমিকের এই ছবি।
1/5
• চারদিকে মহামারী, করোনা আবহ। ক্ষতিগ্রস্ত সমস্ত বাণিজ্য, শিল্প। বিনোদন জগতেরও খুবই দৈন অবস্থা। বন্ধ শ্যুটিং, বন্ধ সিনেমা হল। অন্ধকার পেরিয়ে ধীরে ধীরে সকলে আবার শুরু করছে, নতুন উদ্যমে। ধারাবাহিকের শ্যুটিং চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এ বার শুরু হবে ছবির শ্যুটিং। মৈনাক ভৌমিকের নতুন ছবির শ্যুটিং শুরু হবে ৮ ই জুলাই থেকে।
• চারদিকে মহামারী, করোনা আবহ। ক্ষতিগ্রস্ত সমস্ত বাণিজ্য, শিল্প। বিনোদন জগতেরও খুবই দৈন অবস্থা। বন্ধ শ্যুটিং, বন্ধ সিনেমা হল। অন্ধকার পেরিয়ে ধীরে ধীরে সকলে আবার শুরু করছে, নতুন উদ্যমে। ধারাবাহিকের শ্যুটিং চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এ বার শুরু হবে ছবির শ্যুটিং। মৈনাক ভৌমিকের নতুন ছবির শ্যুটিং শুরু হবে ৮ ই জুলাই থেকে।
advertisement
2/5
• মৈনাকের নতুন ছবি 'একান্নবর্তী'। ছবিতে অভিনয় করবেন অলকানান্দা রায়, অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র ও আরও অনেকে। দুর্গা পুজোকে কেন্দ্র করে ছবির গল্প বুনেছেন পরিচালক।
• মৈনাকের নতুন ছবি 'একান্নবর্তী'। ছবিতে অভিনয় করবেন অলকানান্দা রায়, অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র ও আরও অনেকে। দুর্গা পুজোকে কেন্দ্র করে ছবির গল্প বুনেছেন পরিচালক।
advertisement
3/5
• যৌথ পরিবারের ছড়িয়ে ছিটিয়ে পড়া, পুজোর সময় এক হওয়া। সকলে এক হওয়ায়, নানা আবেগ, নানা ঘটনা এই সমস্ত ঘিরেই তৈরি 'একান্নবর্তী'। খানিকটা ঋতুপর্ণ ঘোষের 'উৎসব'-এর মতো বাঙালি আবেগ তুলে ধরবে এই ছবি।
• যৌথ পরিবারের ছড়িয়ে ছিটিয়ে পড়া, পুজোর সময় এক হওয়া। সকলে এক হওয়ায়, নানা আবেগ, নানা ঘটনা এই সমস্ত ঘিরেই তৈরি 'একান্নবর্তী'। খানিকটা ঋতুপর্ণ ঘোষের 'উৎসব'-এর মতো বাঙালি আবেগ তুলে ধরবে এই ছবি।
advertisement
4/5
• গত বছর লকডাউনের পর যখন আনলক হয়, সেই সময় মুক্তি পেয়েছিল মৈনাক ভৌমিকের 'চিনি'। সেই ছবিতেও ছিলেন অপরাজিতা আঢ্য। এই বারও পরিবেশ একটু স্বাভাবিক হওয়ায় ছবি করার সিদ্ধান্ত নিলেন মৈনাক।
• গত বছর লকডাউনের পর যখন আনলক হয়, সেই সময় মুক্তি পেয়েছিল মৈনাক ভৌমিকের 'চিনি'। সেই ছবিতেও ছিলেন অপরাজিতা আঢ্য। এই বারও পরিবেশ একটু স্বাভাবিক হওয়ায় ছবি করার সিদ্ধান্ত নিলেন মৈনাক।
advertisement
5/5
• অবশ্যই সমস্ত নিয়ম-বিধি মেনেই হবে ছবির শ্যুটিং। পুজোকে কেন্দ্র করে যখন ছবির গল্প, আশা করা যায় পুজোর সময়ই মুক্তি পাবে এই ছবি। তত দিনে নিশ্চয়ই প্রেক্ষাগৃহও খুলে যাবে। ছুটির দিনে স্বপরিবারে কিংবা বান্ধবীর সঙ্গে একান্তে বড় পর্দায় সকলে মিলে দেখতে যাওয়া যাবে ছবি।
• অবশ্যই সমস্ত নিয়ম-বিধি মেনেই হবে ছবির শ্যুটিং। পুজোকে কেন্দ্র করে যখন ছবির গল্প, আশা করা যায় পুজোর সময়ই মুক্তি পাবে এই ছবি। তত দিনে নিশ্চয়ই প্রেক্ষাগৃহও খুলে যাবে। ছুটির দিনে স্বপরিবারে কিংবা বান্ধবীর সঙ্গে একান্তে বড় পর্দায় সকলে মিলে দেখতে যাওয়া যাবে ছবি।
advertisement
advertisement
advertisement