• চারদিকে মহামারী, করোনা আবহ। ক্ষতিগ্রস্ত সমস্ত বাণিজ্য, শিল্প। বিনোদন জগতেরও খুবই দৈন অবস্থা। বন্ধ শ্যুটিং, বন্ধ সিনেমা হল। অন্ধকার পেরিয়ে ধীরে ধীরে সকলে আবার শুরু করছে, নতুন উদ্যমে। ধারাবাহিকের শ্যুটিং চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এ বার শুরু হবে ছবির শ্যুটিং। মৈনাক ভৌমিকের নতুন ছবির শ্যুটিং শুরু হবে ৮ ই জুলাই থেকে।