শহরে 'বিউটিফুল লাইফ' এর স্পেশাল স্ক্রিনিং, রইল ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এর আগেও কলকাতা ইন্টারন্যাটিনাল ফিল্ম ফেস্টিভালেও দেখানো হয়েছিল 'বিউটিফুল লাইফ'।
অল রাউন্ডার কাকে বলে তা বোধহয় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। যে রাঁধে সে যে চুলও বাঁধে, তা অক্ষরে অক্ষরে বোঝা যায় ঋতুপর্ণাকে দেখলেই। দীর্ঘ দিনের কেরিয়ারে সব সময়ই শীর্ষে থাকা ঋতু, গোটা লকডাউন পরিবারের সঙ্গে কাটিয়েছেন সিঙ্গাপুরে। সাজানো সংসারে ছেলে, মেয়ে, স্বামীকে নিয়ে দিব্বি ঘর কন্যা করেছেন তিনি। ইতিমধ্যেই এইখানে জমে গিয়েছিল প্রচুর কাজ।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি সিঙ্গাপুরে উড়ে যাওয়ার আগে তাঁর ছবি 'বিউটিফুল লাইফ' এর স্পেশাল স্ক্রিনিং হয় গেল শহরে।প্রযোজক প্রদীপ চুরিয়াল ছাড়াও এই স্পেশাল স্ক্রিনিং এ হাজির ছিলেন পরিচালক আর.ডি. নাথ, পরাণ বান্দোপাধ্যায়,প্রদীপ্ত সেনগুপ্ত, রিক মিত্র। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসানও হাজির ছিলেন ছবি দেখার জন্য। এ ছাড়াও এসেছিলেন সুদেষ্ণা রায়, অনুমিতা দাসগুপ্ত, রেশমি মিত্র রাতোশ্রী দ্ত্ত।
advertisement