Nusrat Jahan|| ঈশানের একমাসের জন্মদিন, বিশাল কেক কেটে সেলিব্রেশন মা নুসরতের, দেখুন ছবিতে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan celebrate son Yishaans one month birthday: ২৬ অগাস্ট দুপুরে পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন টলিউড অভিনেত্রীনুসরত জাহান (Nusrat jahan)। ক্যালেন্ডারের পাতা মেলালে রবিবার একমাস পূর্ণ করেছে ছোট্ট ঈশান (Yishaan turns 1 Month)।
advertisement
advertisement
*নুসরতের (Nusrat jahan) পোস্ট করা কেকটি আকাশের থিমের। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ আর সারি সারি তারা। তার ওপর শুয়ে ছোট্ট টেডি। মাথার ওপরে হলুদ রঙা আধখানা চাঁদ। সারা কেক জুড়ে ছড়িয়ে নীল, সাদা, সোনালি রঙের বল। আকাশের গায়ে সোনালি রঙে লেখা Yishaan। কেকের পাশে লেখা 'হ্যাপি ফার্স্ট মান্থ' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় জন্মের প্রথম মাসের শুভেচ্ছা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
*অন্তঃসত্ত্বা হওয়া থেকেই শুরু হয়েছিল বিতর্ক। কিন্তু চুপ থেকে কীভাবে বিতর্ক এড়িয়ে যেতে হয় হাসিমুখে, তা দেখিয়ে দিয়েছেন সাংসদ অভিনেত্রী এবং প্রেমিক যশ দাশগুপ্ত (Yash dasgupta)। সন্তানের বাবা কে তা জানতে মরিয়া হয়ে ওঠা নেটিজেনদের যোগ্য জবাব দিয়ে নুসরত বলেন, "কাউকে তাঁর সন্তানের বাবা কে জানতে চাওয়া, তাঁকে অপমান করা। সন্তানের বাবা জানেন বাবা কে, তাই অন্য কারও জানার দরকার নেই।" ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement