Ankush-Oindrila in Maldives: বিয়ের আগেই মালদ্বীপে হনিমুন সারতে গেলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!
Bangla Digital Desk
1/ 5
• টলিউডের ফ্যাব জুটি বলা হয় তাঁদের । বহু বছর ধরেই সম্পর্কে রয়েছে অঙ্কুশ আর ঐন্দ্রিলা । জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন দর্শকদের কাছেও ভীষণ জনপ্রিয় । শোনা যাচ্ছে, সম্প্রতি বিয়ের তোড়জোড়ও শুরু করেছেন জুটিতে । ছবি-- ইনস্টাগ্রাম ।
2/ 5
• আর সে কারণে সম্প্রতি নতুন ফ্ল্যাটও কিনেছেন এই সেলেব জুটি । সেই ফ্ল্যাটের ঝাঁ চকচকে অন্দরমহলের কয়েক ঝলক সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখে তাক লেগে গিয়েছিল দর্শকদের । ছবি-- ইনস্টাগ্রাম ।
3/ 5
• আর এ বার তাঁরা উড়ে গেলেন সুদূর মালদ্বীপে । বিয়ের আগেই প্রি-হনিমুন সারতে । কপোত-কপোতীর অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই জনপ্রিয় সি-বিচ ডেস্টিনেশনে বেড়াতে যাওয়ার । অবশেষে সেই স্বপ্ন বাস্তবের রূপ দেখেছে । ছবি-- ইনস্টাগ্রাম ।
4/ 5
• কিছুদিন আগেই ঐন্দ্রিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, নতুন কিছু শুরুর দিকে তাকিয়ে আছি । এই স্টেটাস দেখে অনেকেই অনেক কিছু অনুমান করেছিলেন । তবে তিনি যে এ রকম কিছু চমক দিতে চলেছেন তা বোধহয় কেউ আন্দাজ করেননি । ছবি-- ইনস্টাগ্রাম ।
5/ 5
• মালদ্বীপের নীল জলরাশি, দিগন্ত ছাড়ানো সমুদ্র আর আকাশের মেলবন্ধন, তার সঙ্গে বিলাসবহুল হোটেলে রাজকীয় আপ্যায়ন, সবমিলিয়ে সময়টা দারুণ কাটছে দু’জনের । ছবি-- ইনস্টাগ্রাম ।