Tanusree Chakraborty: পরিবারে আসছে নতুন অতিথি, ঘরোয়া আয়োজনে শুভশ্রী’কে সাধ খাওয়ালেন তনুশ্রী!

Last Updated:
রাজনৈতিক জীবন এখন অতীত । তনুশ্রী (Tanusree Chakraborty) এখন মন দিয়েছেন পরিবারের অন্দরে ।
1/5
• বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) অন্যতম তারকা তারকা প্রার্থী ছিলেন তিনি । কিন্তু শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির (BJP) প্রার্থী, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty) পরাজিত হয়েছিলেন । রাজনৈতিক জীবন এখন অতীত । তনুশ্রী এখন মন দিয়েছেন পরিবারের অন্দরে । ছবি- ইনস্টাগ্রাম ।
• বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) অন্যতম তারকা তারকা প্রার্থী ছিলেন তিনি । কিন্তু শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির (BJP) প্রার্থী, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty) পরাজিত হয়েছিলেন । রাজনৈতিক জীবন এখন অতীত । তনুশ্রী এখন মন দিয়েছেন পরিবারের অন্দরে । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
2/5
• খুব শীঘ্রই তনুশ্রীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি । যেহেতু পুজোর সময় বা তার ক’টা দিন আগেই খুদে সেই সদ্যের আসার কথা, তাই নায়িকা তাকে সম্বোধন করেছেন ‘আগমনী’ বলে । ছবি- ইনস্টাগ্রাম ।
• খুব শীঘ্রই তনুশ্রীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি । যেহেতু পুজোর সময় বা তার ক’টা দিন আগেই খুদে সেই সদ্যের আসার কথা, তাই নায়িকা তাকে সম্বোধন করেছেন ‘আগমনী’ বলে । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
3/5
• সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবিও শেয়ার করছেন তিনি । নিজের বাড়ির ছাদেই হয়েছিল হবু মায়ের সাধভক্ষণের আয়োজন । ছবি- ইনস্টাগ্রাম ।
• সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবিও শেয়ার করছেন তিনি । নিজের বাড়ির ছাদেই হয়েছিল হবু মায়ের সাধভক্ষণের আয়োজন । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
4/5
• তনুশ্রীর বোন শুভশ্রী সন্তানসম্ভবা । তাঁকেই সাজিয়ে গুছিয়ে সাধ খাওয়ালেন দিদি তনুশ্রী । বাড়ির ছাদে প্যান্ডেল করে, একেবারে খঁটি বাঙালিভাবেই হয়েছিল খাওয়া-দাওয়ার আয়োজন । ছবি- ইনস্টাগ্রাম ।
• তনুশ্রীর বোন শুভশ্রী সন্তানসম্ভবা । তাঁকেই সাজিয়ে গুছিয়ে সাধ খাওয়ালেন দিদি তনুশ্রী । বাড়ির ছাদে প্যান্ডেল করে, একেবারে খঁটি বাঙালিভাবেই হয়েছিল খাওয়া-দাওয়ার আয়োজন । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
5/5
• টানা চেয়ার টেবল, মাটির থালা, গ্লাস, বাটি । তার উপর কলাপাতা । ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন আর বন্ধুবান্ধবদের উপস্থিতিতে দিনটা বেশ আনন্দেই কাটল অভিনেত্রীর । ছবি- ইনস্টাগ্রাম ।
• টানা চেয়ার টেবল, মাটির থালা, গ্লাস, বাটি । তার উপর কলাপাতা । ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন আর বন্ধুবান্ধবদের উপস্থিতিতে দিনটা বেশ আনন্দেই কাটল অভিনেত্রীর । ছবি- ইনস্টাগ্রাম ।
advertisement
advertisement
advertisement