*রাজ-শুভশ্রীর বিয়ের ঠিক পরের দিন সকালের ছবিতে সাদা নরম বিছানায় আদরের পোষ্যকে নিয়ে বসে রয়েছেন রাজ-ঘরণী। লাল-সাদা শাড়ি, হাত ভর্তি মেহেন্দি, কপালে ধ্যাবড়ে যাওয়া সিঁদুরে শুভশ্রীকে লাগছিল মোহময়ী। ছবি পোস্ট করে এ দিন শুভশ্রী তাঁর অনুরাগীদের 'শুভ সকাল'-এর শুভেচ্ছা জানিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম।