পাহাড়ের কোলে সবুজে ঘেরা হাসপাতাল, এখানেই মেয়ের জন্ম দিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা
সি-সেকশন ডিলেভারি হওয়ায় অঙ্কিতার শরীরও এখন বেশ খারাপ। দূর্বলতা আর যন্ত্রণাও রয়েছে । তবে নতুন সদস্যের আগমণে এখন এ সমস্ত ছোটখাট অসুবিধা ভুলে গিয়েছেন অঙ্কিতা ।


• সদ্য মা হয়েছেন ‘জড়োয়ার-ঝুমকো’-খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল। গত ৮ সেপ্টেম্বর সকালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মেয়ের ছোট্ট হাতের ছবি শেয়ার করে সকলকে জানিয়েছেন এই সুখবরটা।


• গুয়াহাটির এক্সেল কেয়ার বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে তাঁর মেয়ের। সন্তানের জন্মের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন স্বামী সৌমিত্র পাল।


• তবে অঙ্কিতা জানালেন, এখনও মেয়ের নাম ঠিক করে উঠতে পারেননি । বাড়ির সবাই মিলে অনেক নাম সাজেস্ট করছে । কিন্তু এখনও কোনওটাই চূড়ান্ত হয়নি ।


• সি-সেকশন ডিলেভারি হওয়ায় অঙ্কিতার শরীরও এখন বেশ খারাপ। বেশ দূর্বলতা আর যন্ত্রণাও রয়েছে । তবে নতুন সদস্যের আগমণে এখন এ সমস্ত ছোটখাট অসুবিধা ভুলে গিয়েছেন অঙ্কিতা ।


• মেয়ের জন্মের প্রায় ৬ দিন পর বাড়ি ফিরেছেন অঙ্কিতা । গুয়াহাটিতে অঙ্কিতার শ্বশুরবাড়ি । লকডাউনের সময় থেকে সেখানেই রয়েছেন তিনি ।


• সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অঙ্কিতা সকলকে ধন্যবাদ জানান । পাশাপাশি কৃতজ্ঞতা স্বীকার করেন শাশুড়ি মা মীরা পালের কাছে । তিনি না থাকলে এই লড়াইটা অনেক কঠিন হয়ে যেত নায়িকার কাছে ।


• অঙ্কিতার শেয়ার করা ছবি গুলো থেকে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে...সবুজ আর নয়নাভিরাম প্রকৃতির মধ্যে গুয়াহাটির সেই বেসরকারি নার্সিংহোমটি । সেখানেই ভর্তি ছিলেন অভিনেত্রী । হাসপাতালের প্রতিটি চিকিৎসক, নার্সদের ধন্যবাদ জানিয়েছেন নায়িকা ।