Tollywood Gossip: বর-বউ থেকে মা-ছেলে! কোজাগরি থেকে চিরসখা! জানেন কি ‘আসলে’ বয়সের কত ফারাক অপরাজিতার-রাজার

Last Updated:
Tollywood Gossip: ৯ বছর আগে এসেছিল ‘কোজাগরী’ ধারাবাহিক। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দর্শক দেখেছে অপরাজিতা-রাজাকে। অপরাজিতার চরিত্রের নাম ছিল ঝুমুর, আর রাজার চরিত্রের নাম সাহেব।
1/6
বর্তমানে, স্টার জলসায় অন‍্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’।  তবে, সোশ্যাল মিডিয়াতে সিরিয়ালের বিভিন্ন চরিত্রকে ট্রোলিং-এর স্বীকার হতে হয়েছে।
বর্তমানে, স্টার জলসায় অন‍্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’। তবে, সোশ্যাল মিডিয়াতে সিরিয়ালের বিভিন্ন চরিত্রকে ট্রোলিং-এর স্বীকার হতে হয়েছে।
advertisement
2/6
এই সিরিয়ালে রাজা গোস্বামী আর অপরাজিতা ঘোষ দাসকে মা-ছেলের চরিত্রে দেখা গিয়েছে। সেই নিয়ে ট্রোলিং শুরু হয় সোশ‍্যাল মিডিয়াতে। কারণ কিছু বছর আগেই, দুজনে স্বামী আর স্ত্রী হিসেবে কাজ করেছিলেন জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিকে।
এই সিরিয়ালে রাজা গোস্বামী আর অপরাজিতা ঘোষ দাসকে মা-ছেলের চরিত্রে দেখা গিয়েছে। সেই নিয়ে ট্রোলিং শুরু হয় সোশ‍্যাল মিডিয়াতে। কারণ কিছু বছর আগেই, দুজনে স্বামী আর স্ত্রী হিসেবে কাজ করেছিলেন জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিকে।
advertisement
3/6
৯ বছর আগে এসেছিল ‘কোজাগরী’ ধারাবাহিক। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দর্শক দেখেছে অপরাজিতা-রাজাকে। অপরাজিতার চরিত্রের নাম ছিল ঝুমুর, আর রাজার চরিত্রের নাম সাহেব।
৯ বছর আগে এসেছিল ‘কোজাগরী’ ধারাবাহিক। সেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দর্শক দেখেছে অপরাজিতা-রাজাকে। অপরাজিতার চরিত্রের নাম ছিল ঝুমুর, আর রাজার চরিত্রের নাম সাহেব।
advertisement
4/6
চিরসখা ধারাবাহিকে কমলিনীর ছোট ছেলে হলেন বাবিল ওরফে রাজা। একাধিক রিপোর্ট অনুসারে, রাজার জন্ম ১৯৮৭ সালে। অর্থাৎ তাঁর বয়স ৩৮ বছরের আশেপাশে।
চিরসখা ধারাবাহিকে কমলিনীর ছোট ছেলে হলেন বাবিল ওরফে রাজা। একাধিক রিপোর্ট অনুসারে, রাজার জন্ম ১৯৮৭ সালে। অর্থাৎ তাঁর বয়স ৩৮ বছরের আশেপাশে।
advertisement
5/6
অন্য দিকে, অপরাজিতার জন্ম ১৯৮৩ সালে। তাঁর বয়স বর্তমানে ৪১। অর্থাৎ দুজনের বয়সের ফারাক মাত্র ৩ বছরের।
অন্য দিকে, অপরাজিতার জন্ম ১৯৮৩ সালে। তাঁর বয়স বর্তমানে ৪১। অর্থাৎ দুজনের বয়সের ফারাক মাত্র ৩ বছরের।
advertisement
6/6
এখানেই শেষ নয়, অপরাজিতার বড় ছেলের চরিত্রে দেখা যাচ্ছে বিভান ঘোষকে, চরিত্রের নাম বুবলাই। বিভানের জন্মও ১৯৮৭ নাগাদ। অর্থাৎ তাঁরও বয়স ওরকমই ৩৮-এর আশেপাশে।
এখানেই শেষ নয়, অপরাজিতার বড় ছেলের চরিত্রে দেখা যাচ্ছে বিভান ঘোষকে, চরিত্রের নাম বুবলাই। বিভানের জন্মও ১৯৮৭ নাগাদ। অর্থাৎ তাঁরও বয়স ওরকমই ৩৮-এর আশেপাশে।
advertisement
advertisement
advertisement