Ridhima-Gourav Jamaisasthi: রুপোর থালায় পঞ্চব্যাঞ্জন সাজিয়ে জামাই-আদর ঋদ্ধিমার বাবার, একরত্তি ধীরকে নিয়ে গৌরবের জামাইষষ্ঠীতে মেনু কী ছিল!

Last Updated:
Ridhima-Gourav Jamaisasthi: রুপোর থালায় জামাইকে কী কী খাবার পরিবেশন করা হল? ফলমূল ছাড়াও মূল মেনুতে ছিল ভাত এবং পোলাওয়ের সঙ্গে রকমারি পদ।
1/8
চক্রবর্তী এবং ঘোষ পরিবারে এবারের জামাইষষ্ঠী একটু অন্যরকমের। ছোট্ট সদস্য আসায় এবারের আয়োজনে বিশেষ মাত্রা যোগ হয়েছে।
চক্রবর্তী এবং ঘোষ পরিবারে এবারের জামাইষষ্ঠী একটু অন্যরকমের। ছোট্ট সদস্য আসায় এবারের আয়োজনে বিশেষ মাত্রা যোগ হয়েছে।
advertisement
2/8
একরত্তি ছেলে ধীরকে নিয়ে প্রথমবার জামাইষষ্ঠী উৎসবে মেতেছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী।
একরত্তি ছেলে ধীরকে নিয়ে প্রথমবার জামাইষষ্ঠী উৎসবে মেতেছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী।
advertisement
3/8
তিন বছর আগে নিজের মাকে হারিয়েছেন ঋদ্ধিমা ঘোষ। করোনা অতিমারির সময় একের পর এক ধ্বস নেমে এসেছিল তাঁদের পরিবারে। সেই থেকে মাকে ছাড়াই জামাইষষ্ঠী উদযাপন করছেন ঋদ্ধিমা।
তিন বছর আগে নিজের মাকে হারিয়েছেন ঋদ্ধিমা ঘোষ। করোনা অতিমারির সময় একের পর এক ধ্বস নেমে এসেছিল তাঁদের পরিবারে। সেই থেকে মাকে ছাড়াই জামাইষষ্ঠী উদযাপন করছেন ঋদ্ধিমা।
advertisement
4/8
এবার নতুন একজনের সংযোজন সেই কষ্টটিকে খানিক লাঘব করেছে বটে। এখন শাশুড়ি মায়ের ভূমিকা পালন করেছেন ঋদ্ধিমার বাবা। এবারও তার অন্যথা হয়নি।
এবার নতুন একজনের সংযোজন সেই কষ্টটিকে খানিক লাঘব করেছে বটে। এখন শাশুড়ি মায়ের ভূমিকা পালন করেছেন ঋদ্ধিমার বাবা। এবারও তার অন্যথা হয়নি।
advertisement
5/8
পাখার হাওয়া করে জামাই-আদর শুরু করেন শ্বশুরমশাই। পঞ্চব্যাঞ্জনে সাজানো হয়েছে রুপোর থালা। ছোট্ট ধীরের উৎসাহ ছিল দেখার মতো। যা ছবিতে স্পষ্ট ধরা পড়েছে। সবুজ পাঞ্জাবীতে সেজেগুজে মামাবাড়িতে এসেছে ছোট্ট ধীর।
পাখার হাওয়া করে জামাই-আদর শুরু করেন শ্বশুরমশাই। পঞ্চব্যাঞ্জনে সাজানো হয়েছে রুপোর থালা। ছোট্ট ধীরের উৎসাহ ছিল দেখার মতো। যা ছবিতে স্পষ্ট ধরা পড়েছে। সবুজ পাঞ্জাবীতে সেজেগুজে মামাবাড়িতে এসেছে ছোট্ট ধীর।
advertisement
6/8
ঋদ্ধিমা ছবিগুলি পোস্ট করে লিখেছেন, ‘আজ জামাইষষ্ঠী, যেদিন জামাই পায় রাজার মতো আদর। পরিবারের সঙ্গে একজোট হয়ে আনন্দ করার দিন। এক ঘর ভালবাসা, হাসি। মা, তোমায় মিস করছি।’
ঋদ্ধিমা ছবিগুলি পোস্ট করে লিখেছেন, ‘আজ জামাইষষ্ঠী, যেদিন জামাই পায় রাজার মতো আদর। পরিবারের সঙ্গে একজোট হয়ে আনন্দ করার দিন। এক ঘর ভালবাসা, হাসি। মা, তোমায় মিস করছি।’
advertisement
7/8
রুপোর থালায় জামাইকে কী কী খাবার পরিবেশন করা হল? ফলমূল ছাড়াও মূল মেনুতে ছিল ভাত এবং পোলাওয়ের সঙ্গে রকমারি পদ।
রুপোর থালায় জামাইকে কী কী খাবার পরিবেশন করা হল? ফলমূল ছাড়াও মূল মেনুতে ছিল ভাত এবং পোলাওয়ের সঙ্গে রকমারি পদ।
advertisement
8/8
চিংড়ির কাটলেট, ফিশ ফ্রাই, মটনের ঝোল, পাবদা মাছের ঝোল, চিংড়ির মালাইকারি, শুক্তো, নানাবিধ ভাজা, চাটনি, মিষ্টি।
চিংড়ির কাটলেট, ফিশ ফ্রাই, মটনের ঝোল, পাবদা মাছের ঝোল, চিংড়ির মালাইকারি, শুক্তো, নানাবিধ ভাজা, চাটনি, মিষ্টি।
advertisement
advertisement
advertisement