Tollywood Actor: বিয়ে ভাগ‍্য খারাপ টলিউডের এই অভিনেতার! বউ মাঝরাতে পালায় ‘বন্ধু-র’ সঙ্গে...পরপর দু’বার ভেঙে তছনছ সাজানো সংসার

Last Updated:
Tollywood Actor: বাংলা সিরিয়ালের খুবই চেনা মুখ ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। ইন্ডাস্ট্রিতে দক্ষ অভিনেতা হিসেবে ভাস্বরের নামডাক বহুবছর ধরে। কিন্তু কাজের জায়গায় খুবই গোছানা হলেও, ব‍্যক্তিগত জীবন সব সময় তাঁর খানিক এলোমেলো।
1/7
বাংলা সিরিয়ালের খুবই চেনা মুখ ভাস্বর চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে দক্ষ অভিনেতা হিসেবে ভাস্বরের নামডাক বহুবছর ধরে। কিন্তু কাজের জায়গায় খুবই গোছানা হলেও, ব‍্যক্তিগত জীবন সব সময় তাঁর খানিক এলোমেলো।
বাংলা সিরিয়ালের খুবই চেনা মুখ ভাস্বর চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে দক্ষ অভিনেতা হিসেবে ভাস্বরের নামডাক বহুবছর ধরে। কিন্তু কাজের জায়গায় খুবই গোছানা হলেও, ব‍্যক্তিগত জীবন সব সময় তাঁর খানিক এলোমেলো।
advertisement
2/7
দু-দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা। তবে, টেকেনি একটি বিয়েও। প্রথম স্ত্রী তাঁর উপর এনেছিলেন গার্হস্থ্য হিংসের অভিযোগ। আর দ্বিতীয় স্ত্রীর বিয়ের পরও ছিল একাধিক সঙ্গী বলে অভিনেতার দাবি।
দু-দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা। তবে, টেকেনি একটি বিয়েও। প্রথম স্ত্রী তাঁর উপর এনেছিলেন গার্হস্থ্য হিংসের অভিযোগ। আর দ্বিতীয় স্ত্রীর বিয়ের পরও ছিল একাধিক সঙ্গী বলে অভিনেতার দাবি।
advertisement
3/7
প্রথম বিয়ে সম্বন্ধ করে হলেও দ্বিতীয় বিয়ে ছিল প্রেম করে। দ্বিতীয়বার পাত্রী ছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়।
প্রথম বিয়ে সম্বন্ধ করে হলেও দ্বিতীয় বিয়ে ছিল প্রেম করে। দ্বিতীয়বার পাত্রী ছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়।
advertisement
4/7
সম্প্রতি একটি সাক্ষতকারে ভাস্বর জানান, ‘প্রেমিকের সঙ্গে একদিন মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিল। আবার ফিরেও আসেছিল।’
সম্প্রতি একটি সাক্ষতকারে ভাস্বর জানান, ‘প্রেমিকের সঙ্গে একদিন মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিল। আবার ফিরেও আসেছিল।’
advertisement
5/7
তিনি আরও বলেন যে নবমিতা সন্তান নিতে চাননি কোনওদিনও। বহুবার বাড়ির মেয়ের ব্যবহারে ফোন করে ক্ষমাও চেয়েছিলেন নবমিতার মা।
তিনি আরও বলেন যে নবমিতা সন্তান নিতে চাননি কোনওদিনও। বহুবার বাড়ির মেয়ের ব্যবহারে ফোন করে ক্ষমাও চেয়েছিলেন নবমিতার মা।
advertisement
6/7
করোনা লকডাউনের সময় ডিভোর্সের মামলা যায় কোর্টে। স্ত্রীর কাছে ভাস্বরের অনুরোধ ছিল, সে যেন ব্যাপারটা গোপন রাখে। তবে মানেননি নবমিতা। সকলেই জেনে যায় সেই কথা।
করোনা লকডাউনের সময় ডিভোর্সের মামলা যায় কোর্টে। স্ত্রীর কাছে ভাস্বরের অনুরোধ ছিল, সে যেন ব্যাপারটা গোপন রাখে। তবে মানেননি নবমিতা। সকলেই জেনে যায় সেই কথা।
advertisement
7/7
ডিভোর্সের পর সবটা সামলাতে  কিছুদিন সময় লেগেছিল অভিনেতার। তবে, এখন ভাল আছে। অভিনয়, বই লেখা আর কাশ্মীর এই সবই এখন ভাস্বরকে ঘিরে রেখেছে। (সব ছবি সৌজন‍্যে-Google)
ডিভোর্সের পর সবটা সামলাতে কিছুদিন সময় লেগেছিল অভিনেতার। তবে, এখন ভাল আছে। অভিনয়, বই লেখা আর কাশ্মীর এই সবই এখন ভাস্বরকে ঘিরে রেখেছে। (সব ছবি সৌজন‍্যে-Google)
advertisement
advertisement
advertisement