Tollywood actress : টানটান ফিগার! নুসরত থেকে পাওলি, মেদহীন চেহারার জন্য কী কী করেন টলি নায়িকারা

Last Updated:
Tollywood actress : মিমি চক্রবর্তী থেকে পাওলি, টান টান চেহারার জন্য রোজ কেমন শরীর চর্চা করেন দেখে নেওয়া যাক।
1/8
চেহারায় এক ফোটাও মেদ নেই। টোনড চেহারায় যখন যা খুশি পরে ফেলেন তাঁরা। শাড়ির সঙ্গে হল্টার নেক ব্লাউজ হোক অথবা হট প্যান্ট ও ক্রপ টপ। সবেতেই সুন্দরী টলি নায়িকারা। কিন্তু এর পিছনে রয়েছে বহু পরিশ্রম। মিমি চক্রবর্তী থেকে পাওলি, টান টান চেহারার জন্য রোজ কেমন শরীর চর্চা করেন দেখে নেওয়া যাক।
চেহারায় এক ফোটাও মেদ নেই। টোনড চেহারায় যখন যা খুশি পরে ফেলেন তাঁরা। শাড়ির সঙ্গে হল্টার নেক ব্লাউজ হোক অথবা হট প্যান্ট ও ক্রপ টপ। সবেতেই সুন্দরী টলি নায়িকারা। কিন্তু এর পিছনে রয়েছে বহু পরিশ্রম। মিমি চক্রবর্তী থেকে পাওলি, টান টান চেহারার জন্য রোজ কেমন শরীর চর্চা করেন দেখে নেওয়া যাক।
advertisement
2/8
মি টাইম ইজ দ্য বেস্ট টাইম। মিমির ক্ষেত্রেও তেমনই। স্বভাবে উচ্চাকাঙ্ক্ষী এই অভিনেত্রী দিনের অনেকটা সময় ব্যয় করেন জিমে। আর এটাই তাঁর সৌন্দর্যের রহস্য।
মি টাইম ইজ দ্য বেস্ট টাইম। মিমির ক্ষেত্রেও তেমনই। স্বভাবে উচ্চাকাঙ্ক্ষী এই অভিনেত্রী দিনের অনেকটা সময় ব্যয় করেন জিমে। আর এটাই তাঁর সৌন্দর্যের রহস্য।
advertisement
3/8
মা হয়ে গিয়েছেন। কিন্তু তা বলে তো চেহারায় মেদ জমতে দেওয়া যায় না। তাই শরীর চর্চা করে ফের আগের চেহারায় কোয়েল।
মা হয়ে গিয়েছেন। কিন্তু তা বলে তো চেহারায় মেদ জমতে দেওয়া যায় না। তাই শরীর চর্চা করে ফের আগের চেহারায় কোয়েল।
advertisement
4/8
কিছুদিন আগেই মা হয়েছেন নুসরত জাহান। কিন্তু তাঁর চেহারায় মেদের কোনও চিহ্ন নেই। কারণ নিয়মিত শরীরচর্চা করেন তিনি। তার মাঝেই এই ছবি তুলেছেন।
কিছুদিন আগেই মা হয়েছেন নুসরত জাহান। কিন্তু তাঁর চেহারায় মেদের কোনও চিহ্ন নেই। কারণ নিয়মিত শরীরচর্চা করেন তিনি। তার মাঝেই এই ছবি তুলেছেন।
advertisement
5/8
অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় তিনি ফিটনেস ফ্রিক। দিনের অনেকটা সময় শরীরচর্চাতেই কাটে তাঁর।
অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায় তিনি ফিটনেস ফ্রিক। দিনের অনেকটা সময় শরীরচর্চাতেই কাটে তাঁর।
advertisement
6/8
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ও জিমে শরীরচর্চা করেন। তবে তার মাঝে ছবি তুলতেও ভোলেন না তিনি.
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ও জিমে শরীরচর্চা করেন। তবে তার মাঝে ছবি তুলতেও ভোলেন না তিনি.
advertisement
7/8
ওয়েস্টার্ন পোশাক পরতে হলে মেদহীন চেহারা দরকার। আর তার জন্যই জিম মিস হয় না অভিনেত্রী পায়েল সরকারেরও।
ওয়েস্টার্ন পোশাক পরতে হলে মেদহীন চেহারা দরকার। আর তার জন্যই জিম মিস হয় না অভিনেত্রী পায়েল সরকারেরও।
advertisement
8/8
অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী পাওলি দাম। তবে তাঁর সৌন্দর্যের পিছনে রয়েছে জিমে গিয়ে কঠোর পরিশ্রম।
অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী পাওলি দাম। তবে তাঁর সৌন্দর্যের পিছনে রয়েছে জিমে গিয়ে কঠোর পরিশ্রম।
advertisement
advertisement
advertisement