ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে ধুন্ধুমার! তর্কে জড়ালেন বিক্রম-ও অঙ্কুশ, তারপর...

Last Updated:
1/10
♦ তাঁদের মধ্যে যে খুব ভাল সম্পর্ক, সে কথা ইন্ডাস্ট্রির সকলেরই তো জানা ৷ গাড়ি দুর্ঘটনায় মডেল ও অভিনেত্রী সনিকা সিং চৌহানের মারা যাওয়ার পর গোটা ইন্ডাস্ট্রি যখন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দিক থেকে প্রায় মুখ ঘুরিয়ে নিয়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ তাঁদের মধ্যে যে খুব ভাল সম্পর্ক, সে কথা ইন্ডাস্ট্রির সকলেরই তো জানা ৷ গাড়ি দুর্ঘটনায় মডেল ও অভিনেত্রী সনিকা সিং চৌহানের মারা যাওয়ার পর গোটা ইন্ডাস্ট্রি যখন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দিক থেকে প্রায় মুখ ঘুরিয়ে নিয়েছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/10
♦ তবে সে সময়ও বিক্রমের পাশে ছিলেন তাঁর অনস্ক্রিন নায়িকা ঐন্দ্রিলা এবং তাঁর বয়ফ্রেন্ড তথা টলিউডি নায়ক অঙ্কুশ হাজরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ তবে সে সময়ও বিক্রমের পাশে ছিলেন তাঁর অনস্ক্রিন নায়িকা ঐন্দ্রিলা এবং তাঁর বয়ফ্রেন্ড তথা টলিউডি নায়ক অঙ্কুশ হাজরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/10
♦ অনেকটা ঝড়-ঝাপটা বয়ে গিয়েছে বিক্রমের উপর দিয়ে ৷ তখনও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অঙ্কুশ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ অনেকটা ঝড়-ঝাপটা বয়ে গিয়েছে বিক্রমের উপর দিয়ে ৷ তখনও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অঙ্কুশ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/10
♦ এ বার কি তাঁদের সেই বন্ধুত্বের সম্পর্কে চিঁড় ধরতে শুরু করেছে? এই নিয়ে জল্পনা চরমে উঠেছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এ বার কি তাঁদের সেই বন্ধুত্বের সম্পর্কে চিঁড় ধরতে শুরু করেছে? এই নিয়ে জল্পনা চরমে উঠেছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/10
♦ কিন্তু কী নিয়ে তাঁদের মধ্যে সমস্যা ? আসলে সবুজে ঘেরা একটি জায়গার মাঝে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় ৷ সেই ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে দিয়েছিলেন নায়ক ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ কিন্তু কী নিয়ে তাঁদের মধ্যে সমস্যা ? আসলে সবুজে ঘেরা একটি জায়গার মাঝে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় ৷ সেই ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে দিয়েছিলেন নায়ক ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/10
 ♦ আর সেই ছবির ক্যাপশনে বিক্রম লিখেছিলেন-‘সবুজকে ভালবাসার লুপ্তপ্রায় শিল্প ৷’ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ আর সেই ছবির ক্যাপশনে বিক্রম লিখেছিলেন-‘সবুজকে ভালবাসার লুপ্তপ্রায় শিল্প ৷’ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/10
♦ এরপরেই সেই ছবির ক্যাপশন দেখে অঙ্কুশ বিক্রমকে খোঁচা কমেন্ট করেন ৷ লেখেন,‘বাবা..নিজেও মানে জানিস যে ক্যাপশনগুলো দিস?’ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এরপরেই সেই ছবির ক্যাপশন দেখে অঙ্কুশ বিক্রমকে খোঁচা কমেন্ট করেন ৷ লেখেন,‘বাবা..নিজেও মানে জানিস যে ক্যাপশনগুলো দিস?’ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/10
♦ এর জবাবে বিক্রম পাল্টা লেখেন,‘কেল্লাফতে দিয়ে ডেবিউ করা আর এলার চার অধ্যায় দিয়ে ডেবিউ করায় কিছু তো পার্থক্য থাকবেই রে ভাই ৷’ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এর জবাবে বিক্রম পাল্টা লেখেন,‘কেল্লাফতে দিয়ে ডেবিউ করা আর এলার চার অধ্যায় দিয়ে ডেবিউ করায় কিছু তো পার্থক্য থাকবেই রে ভাই ৷’ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/10
♦ এরপরেই অঙ্কুশ বিক্রমকে পাল্টা লেখেন-‘শেষবার সতর্ক করলাম ৷ আমায় পাতা পাঠাবি না ৷ ’আসলে আগের মেসেজটিতে অঙ্কুশকে একটি পাতার ইমোজি পাঠিয়েছিলেন বিক্রম ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এরপরেই অঙ্কুশ বিক্রমকে পাল্টা লেখেন-‘শেষবার সতর্ক করলাম ৷ আমায় পাতা পাঠাবি না ৷ ’আসলে আগের মেসেজটিতে অঙ্কুশকে একটি পাতার ইমোজি পাঠিয়েছিলেন বিক্রম ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
10/10
 ♦ তাঁদের মধ্যে কোনও সমস্যাই হয়নি ৷ গোটা ঘটনাটিই নাকি ঘটেছি মজাচ্ছলে ৷ আর তা নিয়ে ঐন্দ্রিলাও বেশ বিস্ময় প্রকাশ করেছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ তাঁদের মধ্যে কোনও সমস্যাই হয়নি ৷ গোটা ঘটনাটিই নাকি ঘটেছি মজাচ্ছলে ৷ আর তা নিয়ে ঐন্দ্রিলাও বেশ বিস্ময় প্রকাশ করেছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement