Guess This Actress: ৬০ বছর বয়সেও যৌবনের জেল্লা নায়িকার! ঋষি-সানির হিরোইন এখনও বুকে ঝড় তুলবেন এক ঝলকে! রেখা নন, কে তিনি?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আজকের প্রজন্ম হয়তো তাঁর সম্পর্কে খুব বেশি কিছু জানেন না, কিন্তু একসময় এই সুন্দরী কেবল তরুণদেরই নয়, তারকা নায়কদেরও তাঁর সৌন্দর্যে পাগল করে তুলেছিলেন। তিনি খুব কম ছবিতে অভিনয় করেও নিজের একটি সুনাম অর্জন করেছিলেন।
advertisement
advertisement
সেই সুন্দরী আর কেউ নন, মীনাক্ষী শেষাদ্রি। মেগাস্টার চিরঞ্জীবীর ক্যারিয়ারের একটি বিশেষ ছবি হল 'আপাধভাণ্ডভুডু'। এই ছবির গান এখনও সর্বত্র শোনা যায়। 'আউরা আম্মাকুচল্লা' গানটি কতটা পছন্দ হয়েছিল তা বলার দরকার নেই। যাইহোক, এই গানের পাশাপাশি, 'আপাধভাণ্ডভুডু' ছবিতে চিরঞ্জীবীর সঙ্গে কাজ করে মীনাক্ষী শেষাদ্রি লাইমলাইটে এসেছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement