Year Ender: বক্স অফিসের খরা কাটিয়ে বিপুল লক্ষ্মীলাভ হল কাদের, এক ঝলকে দেখে নিন তালিকা

Last Updated:
২০২২ বিশেষ ভাল কাটেনি বলিউডের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে একাধিক বড় বাজেটের ছবি। তবে তার মধ্যেও বেশ কিছু ছবি চমকে দেওয়ার মতো ব্যবসা করেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
1/5
কাশ্মীর ফাইলস: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি নিয়ে নানা জনের নানা মত। তবে কাশ্মীরী পণ্ডিতদের কেন্দ্র করে তৈরি এই ছবি বক্স অফিসে সফল। ছবিটির ভাঁড়ারে এসেছে প্রায় ২৪৭ কোটি টাকা।
কাশ্মীর ফাইলস: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি নিয়ে নানা জনের নানা মত। তবে কাশ্মীরী পণ্ডিতদের কেন্দ্র করে তৈরি এই ছবি বক্স অফিসে সফল। ছবিটির ভাঁড়ারে এসেছে প্রায় ২৪৭ কোটি টাকা।
advertisement
2/5
ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা: রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি নিয়ে চর্চার শেষ ছিল না। বক্স অফিসের হিসেবনিকেশেও সেই প্রতিফলন স্পষ্ট। ২৩০ কোটির ব্যবসা করে ছবিটি।
ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা: রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি নিয়ে চর্চার শেষ ছিল না। বক্স অফিসের হিসেবনিকেশেও সেই প্রতিফলন স্পষ্ট। ২৩০ কোটির ব্যবসা করে ছবিটি।
advertisement
3/5
দৃশ্যম ২: বক্স অফিসের হিসেবনিকেশে জাদুকাঠি ছুঁইয়ে দিয়েছে 'দৃশ্যম ২'। অজয় দেবগণ এবং টাবু অভিনীত ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকের উন্মাদনা ছিল দেখার মতো। প্রায় ২১০ কোটির ব্যবসা করেছে ছবিটি।
দৃশ্যম ২: বক্স অফিসের হিসেবনিকেশে জাদুকাঠি ছুঁইয়ে দিয়েছে 'দৃশ্যম ২'। অজয় দেবগণ এবং টাবু অভিনীত ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকের উন্মাদনা ছিল দেখার মতো। প্রায় ২১০ কোটির ব্যবসা করেছে ছবিটি।
advertisement
4/5
ভুল ভুলাইয়া ২: কার্তিক আরিয়ান, টাবু এবং কিয়ারা আডবাণী অভিনীত এই হরর-কমেডি চলতি বছরে বক্স অফিসের খরা কাটায়। ছবিটির ভাঁড়ারে আসে প্রায় ১৮১ কোটি টাকা।
ভুল ভুলাইয়া ২: কার্তিক আরিয়ান, টাবু এবং কিয়ারা আডবাণী অভিনীত এই হরর-কমেডি চলতি বছরে বক্স অফিসের খরা কাটায়। ছবিটির ভাঁড়ারে আসে প্রায় ১৮১ কোটি টাকা।
advertisement
5/5
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি: আলিয়া ভাট অভিনীত এই ছবি নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। তবে বক্স অফিসে সফল এই ছবি। প্রায় ১২৬ কোটির ব্যবসা করে এটি।
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি: আলিয়া ভাট অভিনীত এই ছবি নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। তবে বক্স অফিসে সফল এই ছবি। প্রায় ১২৬ কোটির ব্যবসা করে এটি।
advertisement
advertisement
advertisement