রামলীলা ছবিতে রণবীর-দীপিকা জুটিকে দর্শকেরা অত্যন্ত পছন্দ করেছিলেন ৷ এরপরেই নির্দেশক সঞ্জয়লীলা বনসালী বাজীরাও মস্তানি ছবিতে এই সুপারহিট জুটিকে কাস্ট করেছিলেন ৷ চোখে পড়েছে তাঁদের কেমিস্ট্রিও ৷ সেই রেশ এবার তাঁদের জীবনেও পড়তে চলেছে ৷ আগামী ১৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দীপিকা-রণবীর ৷ ছবি সংগৃহীত ৷