Tanishaa Mukherjee: ৪৫ বছরেও অবিবাহিত কাজলেন বোন? বিগ বস-এই প্রেম! মা হওয়ার জন্য কী করেছেন তনিশা? জানলে চমকে যাবেন

Last Updated:
বলিউডে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি তনিশা। সেইসঙ্গে এখনও পর্যন্ত বিয়েও করেননি কাজলের বোন। কিন্তু কেন?
1/7
ফিল্মি পরিবারে জন্ম। মা তনুজা এবং দিদি কাজল বলিউডের সফল দুই অভিনেত্রী। দিদি এবং মায়ের সূত্রে বেশ পরিচিত মুখ তনিশা মুখোপাধ‍্যায়। কিন্তু বলিউডে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি তনিশা। সেইসঙ্গে এখনও পর্যন্ত বিয়েও করেননি সুন্দরী তনিশা। কিন্তু কেন?
ফিল্মি পরিবারে জন্ম। মা তনুজা এবং দিদি কাজল বলিউডের সফল দুই অভিনেত্রী। দিদি এবং মায়ের সূত্রে বেশ পরিচিত মুখ তনিশা মুখোপাধ‍্যায়। কিন্তু বলিউডে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি তনিশা। সেইসঙ্গে এখনও পর্যন্ত বিয়েও করেননি সুন্দরী তনিশা। কিন্তু কেন?
advertisement
2/7
২০০৩ সালে 'Ssshhhh....' ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হয় তনিশার৷ তবে মা বা দিদির মতো অভিনেত্রী হিসেবে নিজেকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেননি তনিশা৷
২০০৩ সালে 'Ssshhhh....' ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হয় তনিশার৷ তবে মা বা দিদির মতো অভিনেত্রী হিসেবে নিজেকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেননি তনিশা৷
advertisement
3/7
অভিনয়ের পাশাপাশি তনিশার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম নেই৷ ৪৫ বছরের বয়স হয়েছে তনিশার৷ তবে এখনও বিয়ের পিঁড়িতে বসেনননি এই সেলেব৷
অভিনয়ের পাশাপাশি তনিশার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম নেই৷ ৪৫ বছরের বয়স হয়েছে তনিশার৷ তবে এখনও বিয়ের পিঁড়িতে বসেনননি এই সেলেব৷
advertisement
4/7
তবে বিয়ে না করলেও তানিশা বহুবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নিজের ভবিষ্যতের কথা ভেবে তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন৷
তবে বিয়ে না করলেও তানিশা বহুবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। নিজের ভবিষ্যতের কথা ভেবে তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন৷
advertisement
5/7
একটি সাক্ষাৎকারে তনিশা জানিয়েছিলেন, ‘‘আমি ৩৩ বছর বয়সে ডিম্বানু সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম৷ তবে আমার স্বাস্থ্যের কথা ভেবে ডাক্তাররা তখন আমায় বারণ করেন৷ তারপর ৩৯ বছর বয়সে আমি ডিম্বানু সংরক্ষণ করেছি৷’’
একটি সাক্ষাৎকারে তনিশা জানিয়েছিলেন, ‘‘আমি ৩৩ বছর বয়সে ডিম্বানু সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম৷ তবে আমার স্বাস্থ্যের কথা ভেবে ডাক্তাররা তখন আমায় বারণ করেন৷ তারপর ৩৯ বছর বয়সে আমি ডিম্বানু সংরক্ষণ করেছি৷’’
advertisement
6/7
‘এগ ফ্রিজ’ বা ডিম্বানু সংরক্ষণের পর তাঁর ওজনও অনেকটা বেড়ে যায় বলে জানান তনিশা৷ ‘‘তবে আমি এই ভেবে খুশি ছিলাম যে এবার আমাকে মা হওয়ার জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন নেই’’, জানান তনিশা৷
‘এগ ফ্রিজ’ বা ডিম্বানু সংরক্ষণের পর তাঁর ওজনও অনেকটা বেড়ে যায় বলে জানান তনিশা৷ ‘‘তবে আমি এই ভেবে খুশি ছিলাম যে এবার আমাকে মা হওয়ার জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন নেই’’, জানান তনিশা৷
advertisement
7/7
রিয়ালিটি শো ‘ঝলক দিখ লা যা’-তে প্রতিযোগী হিসেবে দেখা যাবে তনিশাকে৷ এর আগেও ‘বিগ বস ৭’ -এ প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করেছিলেন তনিশা৷ সেইসময় বিগ বসের অন্য এক প্রতিযোগী আরমান কোহলীর সঙ্গে তাঁর প্রেমের খবরও শোনা গিয়েছিল৷ তবে শো এর পরেও দুজনের ব্রেক আপ হয়ে যায় বলেই জানা গিয়েছে৷
রিয়ালিটি শো ‘ঝলক দিখ লা যা’-তে প্রতিযোগী হিসেবে দেখা যাবে তনিশাকে৷ এর আগেও ‘বিগ বস ৭’ -এ প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করেছিলেন তনিশা৷ সেইসময় বিগ বসের অন্য এক প্রতিযোগী আরমান কোহলীর সঙ্গে তাঁর প্রেমের খবরও শোনা গিয়েছিল৷ তবে শো এর পরেও দুজনের ব্রেক আপ হয়ে যায় বলেই জানা গিয়েছে৷
advertisement
advertisement
advertisement