খাতায়-কলমে বিয়ে সেরেছেন আগেই। এ বার ধুমধাম করে ছাদনাতলায় যাওয়ার পালা। আপাতত প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি নিয়ে মেতে রয়েছেন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ। আর বিশেষ মুহূর্তগুলির ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন স্বরা।
2/ 6
কর্নাটিক মিউজিক্য়াল ইভনিং-এর বিশেষ কিছু লেন্সবন্দি মুহূর্ত নেটমাধ্য়মে পোস্ট করেছেন স্বরা। ছবি দিয়ে লিখেছেন, 'সঙ্গীতই হল প্রেমের ভাষা।'
লাল এবং সোনালি রঙের কাজ করা একটি ব্রোকেডের শাড়ি পরেছিলেন স্বরা। আর তার সঙ্গেই মানানসই ভারি কাজের গয়না।
5/ 6
নাকছাবি, কানে ভারি দুল, গলায় হার, হাতে লাল বালা। খোঁপায় চুল। স্বরার সাজে আভিজাত্য়ের ছোঁয়া। ফাহাদের পরনে ছিল সাদা শার্ট, ডেনিম এবং ঘিয়ে জ্য়াকেট।
6/ 6
দু'টি মানুষকে মিলিয়ে দিল রাজনৈতিক মঞ্চ। প্রথমে কোর্টে গিয়ে বিয়ে সারেন স্বরা এবং সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ। এ বার একে একে অনুষ্ঠিত হচ্ছে তাঁদের গায়ে হলুদ, মেহন্দি, সঙ্গীত।
Swara-Fahad Wedding: টুকটুকে লাল শাড়ি, গা ভর্তি গয়না! স্বামীকে পাশে নিয়ে প্রেমের পাঠ দিচ্ছেন স্বরা
খাতায়-কলমে বিয়ে সেরেছেন আগেই। এ বার ধুমধাম করে ছাদনাতলায় যাওয়ার পালা। আপাতত প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি নিয়ে মেতে রয়েছেন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ। আর বিশেষ মুহূর্তগুলির ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন স্বরা।
Swara-Fahad Wedding: টুকটুকে লাল শাড়ি, গা ভর্তি গয়না! স্বামীকে পাশে নিয়ে প্রেমের পাঠ দিচ্ছেন স্বরা
দু'টি মানুষকে মিলিয়ে দিল রাজনৈতিক মঞ্চ। প্রথমে কোর্টে গিয়ে বিয়ে সারেন স্বরা এবং সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ। এ বার একে একে অনুষ্ঠিত হচ্ছে তাঁদের গায়ে হলুদ, মেহন্দি, সঙ্গীত।