প্রাক্তন শাশুড়ির শেষ যাত্রায় প্রেমিকাকে নিয়ে এসেছিলেন হৃত্বিক রোশন... মা চলে যাওয়ায় সুজান লিখলেন আবেগঘন লেখা

Last Updated:
প্রসঙ্গত, ১৯৭০ পর্যন্ত অভিনয় এবং মডেলিং করেছেন তিনি। ‘এক ফুল দো মালি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। জারিন বইও লিখেছেন। প্রেম করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এক সময় আচমকাই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নেন জারিন খান।
1/8
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী জেরিন খান। ৮১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী জেরিন খান। ৮১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (Image: Instagram)
advertisement
2/8
তিনি অভিনেত্রী সুজান খান এবং অভিনেতা জায়েদ খানের মা ছিলেন। ছিলেন অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন শাশুড়ি। তাঁকে  শ্রদ্ধা জানাতে এসেছিলেন জয়া বচ্চন।
তিনি অভিনেত্রী সুজান খান এবং অভিনেতা জায়েদ খানের মা ছিলেন। ছিলেন অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন শাশুড়ি। তাঁকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন জয়া বচ্চন। (Image: Viral Bhayani)
advertisement
3/8
প্রাক্তন শাশুড়িকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন হৃত্বিক রোশন
প্রাক্তন শাশুড়িকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন হৃত্বিক রোশন (Image: Viral Bhayani)
advertisement
4/8
জুলাই মাসেই ৮১ তম জন্মদিন পালন করেছেন তিনি। সুজান লিখেছিলেন, ‘ইউনিভার্স যেন তোমায় সবসময় রক্ষা করে। বছরটা খুব ভাল কাটুক তোমার।’ এসেছিলেন ববি দেওয়াল।
জুলাই মাসেই ৮১ তম জন্মদিন পালন করেছেন তিনি। সুজান লিখেছিলেন, ‘ইউনিভার্স যেন তোমায় সবসময় রক্ষা করে। বছরটা খুব ভাল কাটুক তোমার।’ এসেছিলেন ববি দেওয়াল। (Image: Viral Bhayani)
advertisement
5/8
এসেছিলেন সাবা আজাদ ও পশমিনা রোশন।
এসেছিলেন সাবা আজাদ ও পশমিনা রোশন। (Image: Viral Bhayani)
advertisement
6/8
উপস্থিত হন জোয়া আখতারও।
উপস্থিত হন জোয়া আঅখতারও। (Image: Viral Bhayani)
advertisement
7/8
এসেছিলেন রোহিত রায়। প্রসঙ্গত, ১৯৭০ পর্যন্ত অভিনয় এবং মডেলিং করেছেন তিনি।  ‘এক ফুল দো মালি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। জারিন বইও লিখেছেন। প্রেম করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এক সময় আচমকাই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নেন জারিন খান।
এসেছিলেন রোহিত রায়। প্রসঙ্গত, ১৯৭০ পর্যন্ত অভিনয় এবং মডেলিং করেছেন তিনি। ‘এক ফুল দো মালি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। জারিন বইও লিখেছেন। প্রেম করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এক সময় আচমকাই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নেন জারিন খান। (Image: Viral Bhayani)
advertisement
8/8
সুজ়ান লিখেছেন, “তুমি না থাকলে আমাকে কেউ জানতেই পারত না। আমি যা সবটাই তোমার জন্য।”
সুজ়ান লিখেছেন, “তুমি না থাকলে আমাকে কেউ জানতেই পারত না। আমি যা সবটাই তোমার জন্য।”
advertisement
advertisement
advertisement