Murshidabad News: কনকনে ঠান্ডায় মাথার উপর এক চিলতে ছাদের জন্য লড়াই! ভাঙনে বিপর্যস্ত লালগোলায় পাট্টার দাবিতে বিক্ষোভ
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: একদিকে ঠান্ডায় কাবু বঙ্গবাসী। অন্যদিকে দিশেহারা ভাঙন কবলিত এলাকার মানুষ। মুর্শিদাবাদের লালগোলার তারানগরে ভাঙনে সর্বশান্ত বাসিন্দারা পাট্টার দাবিতে সরব হয়েছেন। বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: একদিকে শৈত্যপ্রবাহের জের। ঠান্ডায় কাবু বঙ্গ। অন্যদিকে দিশেহারা ভাঙন কবলিত এলাকার মানুষ। মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগরে ভাঙনের জেরে সর্বশান্ত বাসিন্দারা। এবার পাট্টার দাবিতে সরব হলেন ভাঙন কবলিত এলাকার মানুষজন।
জানা গিয়েছে, ভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত ১৩৪টি পরিবার। তারা পাট্টার দাবিতে বিডিও অফিসের গেটে তালা লাগিয়ে দেয় এবং বিডিও অফিস চত্ত্বরে বিক্ষোভ চালায়। পাট্টার কাগজ তৈরি থাকলেও টালবাহানার কারণে মিলছে না পাট্টা। ভাঙনে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তারা লালগোলার তারানগর এলাকায় বসবাস করত। কিন্তু কয়েকমাস আগে ভয়াবহ পদ্মা ভাঙনে তাদের বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যায়। এরপর তাদের পাট্টা প্রদানের আশ্বাস দেয় প্রশাসন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়িতে গড়ে উঠছে ঝকঝকে টেবিল টেনিস অ্যাকাডেমি! অভিজ্ঞ কোচদের থেকে উচ্চমানের অনুশীলন-প্রশিক্ষণ, ফি নামমাত্র
ভয়াবহ ভাঙনের জেরে ইতিমধ্যেই পদ্মার নদী গর্ভে তলিয়ে গিয়েছে আস্ত গ্রামীণ যোগাযোগ রাস্তা থেকে ভিটেমাটি জমি সব কিছুই। আর রাস্তা তলিয়ে যেতেই প্রবল সমস্যায় পড়েছেন সকলে। অন্যদিকে ভাঙন কবলিত এলাকার মানুষদের সাবধান ও সচেতনতা বার্তাও দেওয়া হয় এখনও। বন্ধ করে দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বাঁশ দিয়ে ব্যারিকেট করে রাখা হয়েছে। যদিও চোখের সামনে তিল তিল করে ভিটেমাটি রাস্তা তলিয়ে যেতেই এখন আতঙ্কিত গ্রামের বাসিন্দারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই নিজের মাথায় এক চিলতে ছাদের জন্য পাট্টা দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা। লালগোলা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ইসমাইল হকের অভিযোগ, সমস্ত ফাইল রেডি করে দেওয়া সত্ত্বেও পাট্টা দিতে প্রশাসন টালবাহানা করছে। যদিও মুর্শিদাবাদ মহকুমা শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে পাট্টা দিয়ে সমস্যার সমাধান করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 06, 2026 4:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: কনকনে ঠান্ডায় মাথার উপর এক চিলতে ছাদের জন্য লড়াই! ভাঙনে বিপর্যস্ত লালগোলায় পাট্টার দাবিতে বিক্ষোভ









