Double Your Money: টাকা দ্বিগুণ করার সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায়, ১০ লাখ টাকা বিনিয়োগ করুন এবং ২০ লাখ টাকা ফেরত পান
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Double Your Money: কেউ যদি নিজেদের টাকা দ্বিগুণ করতে চায়, তাহলে কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করতে পারে, যা ডাকঘর কর্তৃক প্রদত্ত একটি সরকারি প্রকল্প।
বর্তমান সময়ে প্রায় সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। সুবিশাল রিটার্নের প্রসঙ্গে সবার আগে আমাদের মাথায় শেয়ার বাজারে বিনিয়োগের কথাই আসে। কিন্তু তা বাজারের ওঠা-পড়ার সঙ্গে যুক্ত, অতএব, ঝুঁকিমুক্ত নয়। নিরাপদ থাকতে চাইলে তাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিট দেশের কোটি কোটি মধ্যবিত্তের ভরসা।
advertisement
advertisement
advertisement
টাকা দ্বিগুণ করার জন্য কোথায় বিনিয়োগ করতে হবেকেউ যদি নিজেদের টাকা দ্বিগুণ করতে চায়, তাহলে কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করতে পারে, যা ডাকঘর কর্তৃক প্রদত্ত একটি সরকারি প্রকল্প। এই প্রকল্পটি নিজের টাকা দ্বিগুণ করার নিশ্চয়তা দেয়। মাত্র ১০০০ টাকা দিয়ে কিষাণ বিকাশ পত্র প্রকল্পে বিনিয়োগ শুরু করা যেতে পারে। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
advertisement
advertisement
কিষাণ বিকাশ পত্র প্রকল্পের অধীনে নিজেদের অর্থ কীভাবে দ্বিগুণ হবেকিষাণ বিকাশ পত্র প্রকল্পে বিনিয়োগের ৩০ মাস পরে তহবিল উত্তোলন করা যেতে পারে, কিন্তু কেউ যদি সেই অর্থ দ্বিগুণ করতে চায়, তাহলে আরও দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। সেই অর্থ দ্বিগুণ হতে ১১৫ মাস বা প্রায় ৯ বছর সময় লাগে। ৯ বছর পরে, বিনিয়োগ দ্বিগুণ হয়ে যায়।
advertisement







