গ্ল্যামার দুনিয়ায় জায়গা করে নেওয়া যেমন সহজ নয়, তেমনই সেখানে টিকে থাকাও বেশ কঠিন। আসলে অনেক সময় একের পর এক হিট দেওয়ার পরেও ইন্ডাস্ট্রিকে বিদায় জানাতে বাধ্য হন বহু তারকাই। আজ এমন কিছু দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীর বিষয়ে কথা বলব, যাঁরা খ্যাতি এবং জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীনই রুপোলি পর্দার দুনিয়াকে বিদায় জানিয়েছেন।
রিচা গঙ্গোপাধ্যায়: পরিচালক সেলভা রাঘবনের ছবি ‘মায়াক্কাম এন্না’-তে ‘যামিনী’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। তাঁর বিপরীতে ছিলেন ধনুশের মতো সুপারস্টার। অভিনয় দক্ষতার জোরে বহু পুরস্কার জয় করেছেন রিচা। এর পর বলিউড ব্লকবাস্টার ছবি ‘দাবাং’-এর রিমেকে অভিনয় করেছিলেন তিনি। আর এটাই ছিল তাঁর শেষ ছবি। তার পর অভিনয় দুনিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেন রিচা। অভিনেত্রী একটি ট্যুইটার পোস্টে বলেছেন, “মার্কেটিং বিষয়ের উপর আমার আগ্রহ ছিল। আর তাই এমবিএ করতে শুরু করেছি। ফলে অভিনয়ের কেরিয়ার ত্যাগ করেছি।”
আব্বাস: দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে অভিনেতা আব্বাস নব্বইয়ের দশকের অন্যতম প্রধান অভিনেতা ছিলেন। তিনি ‘কাধল দেশম’, ‘মিন্নালে’, ‘কান্দু কোন্ডেন কান্দু কোন্ডেন’ প্রভৃতি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০১৫ সালে তাঁকে শেষ বারের মতো অভিনয় করতে দেখা যায়। কিন্তু এর পর ইন্ডাস্ট্রি থেকে আচমকাই উধাও হয়ে যান তিনি। লকডাউন চলাকালীন একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন যে, তিনি নিউজিল্যান্ডে রয়েছেন। আর সেখানকার পেট্রোল পাম্পে মেকানিকের কাজ করছেন। আব্বাসের বক্তব্য, এই কাজ করতে তাঁর ভালই লাগছে। অভিনেতার এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল।
শিব কুমার: প্রবীণ অভিনেতা শিব কুমার হলেন সুপারস্টার সুরিয়া এবং কার্থির বাবা। ১৯৬৫ সালে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। বেশ কয়েকটি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। এর পর ধীরে ধীরে শিব কুমারকে পার্শ্ব চরিত্রে দেখা যেতে থাকে। প্রায় ১৯০টি ছবিতে অভিনয় করেছেন। ২০০১ সালে ‘পুওভেলাম উন ভাসাম’ ছবিতে তাঁকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল। এর পর ছোট পর্দায় কাজ শুরু করেন অভিনেতা। তবে পরে ধীরে ধীরে সেটাও বন্ধ করে দেন তিনি।
কল্যাণী: অভিনেত্রী কল্যাণী তামিল সিনেমায় শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। এর কয়েক বছর পরে তিনি ‘জয়ম’, ‘ইনবা’ এবং আরও কয়েকটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এর পর ধীরে ধীরে অভিনয়ের কেরিয়ারকে বিদায় জানান। বহু বছর পরে অভিনেত্রী একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন যে, তিনি ইন্ডাস্ট্রিতে বারবার হয়রানির মুখোমুখি হয়েছেন। যার জেরে আর ইন্ডাস্ট্রিতে থাকতে চাননি তিনি। অভিনেত্রী এখন বিয়ে করে বেঙ্গালুরুতে সংসার পেতেছেন।
আসিন: ২০০১ সালে গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন আসিন। একের পর এক হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। বলিউডেও অভিনয়ের সুযোগ এসেছিল। তাতে অর্জন করেছিলেন খ্যাতি এবং জনপ্রিয়তা। ২০১৬ সালে ব্যবসায়ী রাহুল শর্মাকে বিয়ে করেন আসিন। এর পর আর সেভাবে বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। বর্তমানে তিনি সংসার নিয়ে ব্যস্ত। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।