Sunny Leone Wedding: ফের বিয়ে করলেন সানি লিওনি, পাত্র কে? সন্তানদের কোলে নিয়ে বিয়ের ছবি ভাইরাল

Last Updated:
Sunny Leone Wedding: তিন সন্তানকে কোলে নিয়ে ফের বিয়ে করলেন সানি লিওনি। নেটপাড়ায় সানির বিয়ের ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। কিন্তু পাত্র কে?
1/8
তিন সন্তানকে কোলে নিয়ে ফের বিয়ে করলেন সানি লিওনি। নেটপাড়ায় সানির বিয়ের ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। কিন্তু পাত্র কে?
তিন সন্তানকে কোলে নিয়ে ফের বিয়ে করলেন সানি লিওনি। নেটপাড়ায় সানির বিয়ের ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। কিন্তু পাত্র কে?
advertisement
2/8
বলিউড তারকা তথা ব্লু ফিল্মের প্রাক্তন তারকা সানি ১৩ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে। তারপর একদিকে চুটিয়ে বলিউড-সহ ভারতীয় অন্যান্য ভাষার সিনেমায় অভিনয় এবং অন্যদিকে গুছিয়ে সংসার। এটাই ছিল সানি লিওনির জীবন।
বলিউড তারকা তথা ব্লু ফিল্মের প্রাক্তন তারকা সানি ১৩ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে। তারপর একদিকে চুটিয়ে বলিউড-সহ ভারতীয় অন্যান্য ভাষার সিনেমায় অভিনয় এবং অন্যদিকে গুছিয়ে সংসার। এটাই ছিল সানি লিওনির জীবন।
advertisement
3/8
স্বামী ও তিন সন্তানের মা সানি বিবাহিত জীবনে যে বেজায় খুশি তা তাঁর পারিবারিক জীবনের দিকে তাকালে যে কেউ বলে দিতে পারেন। ১৩ বছর এভাবেই কেটেছে। এবার কিন্তু তিনি ফের বিয়ের মণ্ডপে হাজির হলেন। বিয়েও করলেন। যার সাক্ষী হল তাঁর ৩ ছেলে-মেয়ে।
স্বামী ও তিন সন্তানের মা সানি বিবাহিত জীবনে যে বেজায় খুশি তা তাঁর পারিবারিক জীবনের দিকে তাকালে যে কেউ বলে দিতে পারেন। ১৩ বছর এভাবেই কেটেছে। এবার কিন্তু তিনি ফের বিয়ের মণ্ডপে হাজির হলেন। বিয়েও করলেন। যার সাক্ষী হল তাঁর ৩ ছেলে-মেয়ে।
advertisement
4/8
সুখী সংসারে কি তবে ফাটল ধরল? ড্যানিয়েল ওয়েবার কি তবে অতীত?
সুখী সংসারে কি তবে ফাটল ধরল? ড্যানিয়েল ওয়েবার কি তবে অতীত?
advertisement
5/8
দিওয়ালিতে সানি সপরিবারে গিয়েছিলেন মলদ্বীপে। সেখানেই তিনি ফের বিয়ে সারলেন।
দিওয়ালিতে সানি সপরিবারে গিয়েছিলেন মলদ্বীপে। সেখানেই তিনি ফের বিয়ে সারলেন।
advertisement
6/8
তবে পাত্র অন্য কেউ নন, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারই। ১৩ বছর আগের স্মৃতিটা যেন ফের একবার সাতপাকে বাঁধা পড়ে ঝালিয়ে নিলেন এই সুখী দম্পতি।
তবে পাত্র অন্য কেউ নন, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারই। ১৩ বছর আগের স্মৃতিটা যেন ফের একবার সাতপাকে বাঁধা পড়ে ঝালিয়ে নিলেন এই সুখী দম্পতি।
advertisement
7/8
দাম্পত্য জীবনের ১৩টা বছর পার করে নানা চ্যালেঞ্জ একসঙ্গে সামলে পরিবারের মূল্য, ভালবাসা, একসঙ্গে থাকার পাঠ সন্তানদের সামনে তুলে ধারও ছিল এই ফের বিয়ের উদ্দেশ্য। সানি ও ড্যানিয়েল এই বিয়েটা সীমাবদ্ধ রেখেছিলেন তাঁদের ৫ জনের মধ্যেই।
দাম্পত্য জীবনের ১৩টা বছর পার করে নানা চ্যালেঞ্জ একসঙ্গে সামলে পরিবারের মূল্য, ভালবাসা, একসঙ্গে থাকার পাঠ সন্তানদের সামনে তুলে ধারও ছিল এই ফের বিয়ের উদ্দেশ্য। সানি ও ড্যানিয়েল এই বিয়েটা সীমাবদ্ধ রেখেছিলেন তাঁদের ৫ জনের মধ্যেই।
advertisement
8/8
আলাদা করে কাউকে নিমন্ত্রণ করেননি। সুন্দর মণ্ডপ সাজিয়ে সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবার একে অপরকে ফের বিয়ের স্পর্শে নতুন করে ভালবেসে ফেললেন মলদ্বীপের সমুদ্রতটে।
আলাদা করে কাউকে নিমন্ত্রণ করেননি। সুন্দর মণ্ডপ সাজিয়ে সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবার একে অপরকে ফের বিয়ের স্পর্শে নতুন করে ভালবেসে ফেললেন মলদ্বীপের সমুদ্রতটে।
advertisement
advertisement
advertisement