অভিনয়ের জন্য মাথা কামাতে হয়েছিল, ১৩ বছর ধরে আর চুল রাখেননি অভিনেতা, ঝুলিতে রয়েছে সেরার সেরা শিরোপা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
New Bollywood Villain like Amrish Puri-Dalip Tahil: তাঁর নাম মণীশ ওয়াধওয়া। ভারতীয় চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালের বিশিষ্ট এই অভিনেতা তাঁর অভিনয় এবং বিশেষ কণ্ঠের জন্য বিখ্যাত।
তাঁর নাম মণীশ ওয়াধওয়া। ভারতীয় চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালের বিশিষ্ট এই অভিনেতা তাঁর অভিনয় এবং বিশেষ কণ্ঠের জন্য বিখ্যাত। টিভি সিরিয়াল চন্দ্রগুপ্ত মৌর্যে আচার্য চাণক্য চরিত্রে তাঁর কাজের জন্য তিনি বিশেষ উল্লেখযোগ্য। মণীশ মুম্বইয়ের থিয়েটারে একটি কমেডি শো, খট্টা মিঠাতে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। ওয়াধওয়া একজন ভয়েস আর্টিস্টও বটে, যিনি বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি অনেক বিজ্ঞাপনে কণ্ঠও দিয়েছেন।
advertisement
মণীশ পরমাবতার শ্রীকৃষ্ণ ধারাবাহিকে কংসের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও তিনি ২০১৭ সালে পেশওয়া বাজিরাও এবং মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসির মতো হিন্দি ছবিতেও কাজ করেছেন। এনডিটিভি ইমাজিনে প্রচারিত টিভি সিরিয়াল চন্দ্রগুপ্ত মৌর্যে আচার্য চাণক্যে তাঁর ভূমিকা এবং অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি স্মরণীয় এবং পরিচিত। মনীশ ২৩ এপ্রিল ১৯৭২ সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বইতে জন্মগ্রহণ করেন।
advertisement
advertisement
advertisement