Sudipa Chatterjee: 'আপনাদের জন্যই বাংলার আজ এই দুরবস্থা'! করবা চৌথের শুভেচ্ছা জানাতে গিয়ে কটাক্ষের মুখে সুদীপা

Last Updated:
বেশির ভাগ সময়ই নানা কারণে সুদীপা চট্টোপাধ্যায় সংবাদের শিরোনামে থাকেন। তাঁকে নিয়ে বির্তকেরও শেষ নেই, দামি শাড়ি বিক্রি হোক কিংবা কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাওয়া, নানা কারণেই তাঁকে পড়তে হয়েছে বহু মানুষের সমালোচনার মুখে। এবার তিনি করবা চৌথের শুভেচ্ছা জানিয়ে পড়লেন বিপাকে। পড়লেন কটাক্ষের মুখে।
1/5
বেশির ভাগ সময়ই নানা কারণে তিনি সংবাদের শিরোনামে থাকেন। তাঁকে নিয়ে বির্তকেরও শেষ নেই, দামি শাড়ি বিক্রি হোক কিংবা কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাওয়া, নানা কারণেই তাঁকে পড়তে হয়েছে বহু মানুষের সমালোচনার মুখে। এবার তিনি করবা চৌথের শুভেচ্ছা জানিয়ে পড়লেন বিপাকে। পড়লেন কটাক্ষের মুখে।
বেশির ভাগ সময়ই নানা কারণে তিনি সংবাদের শিরোনামে থাকেন। তাঁকে নিয়ে বির্তকেরও শেষ নেই, দামি শাড়ি বিক্রি হোক কিংবা কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাওয়া, নানা কারণেই তাঁকে পড়তে হয়েছে বহু মানুষের সমালোচনার মুখে। এবার তিনি করবা চৌথের শুভেচ্ছা জানিয়ে পড়লেন বিপাকে। পড়লেন কটাক্ষের মুখে।
advertisement
2/5
তিনি এক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তাঁর স্বামী বিখ্যাত পরিচালক অগ্নিদেব সেন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। বাইপাস সার্জারি হয়েছে তাঁর, ৪-৫ ঘণ্টার ওটি হয় পরিচালকের।
তিনি এক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তাঁর স্বামী বিখ্যাত পরিচালক অগ্নিদেব সেন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। বাইপাস সার্জারি হয়েছে তাঁর, ৪-৫ ঘণ্টার ওটি হয় পরিচালকের।
advertisement
3/5
স্বামীকে নিয়ে উদ্বেগে ছিলেন সুদীপা। সুদীপার মাও অসুস্থ। কিছু দিন আগেই তিনি হাসপাতাল থেকে ফিরেছেন। অগ্নিদেব তাঁর পোষ্যকে হারিয়েছেন সম্প্রতি। সব মিলিয়ে সুদীপার ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপ্টায় একেবারে বিধ্বস্ত। তবে সব কিছু একা হাতে সামলাচ্ছেন অভিনেত্রী।
স্বামীকে নিয়ে উদ্বেগে ছিলেন সুদীপা। সুদীপার মাও অসুস্থ। কিছু দিন আগেই তিনি হাসপাতাল থেকে ফিরেছেন। অগ্নিদেব তাঁর পোষ্যকে হারিয়েছেন সম্প্রতি। সব মিলিয়ে সুদীপার ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপ্টায় একেবারে বিধ্বস্ত। তবে সব কিছু একা হাতে সামলাচ্ছেন অভিনেত্রী।
advertisement
4/5
তবে এই সব কিছুর মাঝেই তিনি অন্যান্য উৎসবের মতো করবা চৌথেও সকলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। একটি সিঁদুরখেলার ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে হিন্দিতে লেখেন 'সকলকে করবা চৌথ উপলক্ষে শুভকামনায় জানাই, সিঁথির সিঁদুর অক্ষয় হোক। আপনার ও আমার সিঁথির সিঁদুর স্থায়ী হোক। আপনার জীবন ইশ্বরের আশীর্বাদ ধন্য হোক।'
তবে এই সব কিছুর মাঝেই তিনি অন্যান্য উৎসবের মতো করবা চৌথেও সকলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। একটি সিঁদুরখেলার ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে হিন্দিতে লেখেন 'সকলকে করবা চৌথ উপলক্ষে শুভকামনায় জানাই, সিঁথির সিঁদুর অক্ষয় হোক। আপনার ও আমার সিঁথির সিঁদুর স্থায়ী হোক। আপনার জীবন ইশ্বরের আশীর্বাদ ধন্য হোক।'
advertisement
5/5
এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁর দিকে ধেয়ে আসে নানা বিরূপ মন্তব্য। একজন কমেন্ট করেন, 'কাজ না থাকলে এই সবই হবে'। অন্য একজন লেখেন, 'আপনাদের জন্যই বাংলার আজ এই দুরবস্থা। আপনাদের জন্যই বাংলার আজ এই দুরবস্থা। কটা অবাঙালি শুভ বিজয়া বলল, শুভ দীপাবলি বলে?' তবে এইসব কিছুকে তিনি বিশেষ গুরুত্ব দেননি।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁর দিকে ধেয়ে আসে নানা বিরূপ মন্তব্য। একজন কমেন্ট করেন, 'কাজ না থাকলে এই সবই হবে'। অন্য একজন লেখেন, 'আপনাদের জন্যই বাংলার আজ এই দুরবস্থা। আপনাদের জন্যই বাংলার আজ এই দুরবস্থা। কটা অবাঙালি শুভ বিজয়া বলল, শুভ দীপাবলি বলে?' তবে এইসব কিছুকে তিনি বিশেষ গুরুত্ব দেননি।
advertisement
advertisement
advertisement