Sudipa Chatterjee: 'আপনাদের জন্যই বাংলার আজ এই দুরবস্থা'! করবা চৌথের শুভেচ্ছা জানাতে গিয়ে কটাক্ষের মুখে সুদীপা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বেশির ভাগ সময়ই নানা কারণে সুদীপা চট্টোপাধ্যায় সংবাদের শিরোনামে থাকেন। তাঁকে নিয়ে বির্তকেরও শেষ নেই, দামি শাড়ি বিক্রি হোক কিংবা কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাওয়া, নানা কারণেই তাঁকে পড়তে হয়েছে বহু মানুষের সমালোচনার মুখে। এবার তিনি করবা চৌথের শুভেচ্ছা জানিয়ে পড়লেন বিপাকে। পড়লেন কটাক্ষের মুখে।
advertisement
advertisement
advertisement
তবে এই সব কিছুর মাঝেই তিনি অন্যান্য উৎসবের মতো করবা চৌথেও সকলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। একটি সিঁদুরখেলার ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে হিন্দিতে লেখেন 'সকলকে করবা চৌথ উপলক্ষে শুভকামনায় জানাই, সিঁথির সিঁদুর অক্ষয় হোক। আপনার ও আমার সিঁথির সিঁদুর স্থায়ী হোক। আপনার জীবন ইশ্বরের আশীর্বাদ ধন্য হোক।'
advertisement