Sudipa Chatterjee: শোক কাটিয়ে বাড়ির নতুন অতিথিকে ভান্টু-babyকে নিয়ে দারুণ খুশি সুদীপা

Last Updated:
খুশির দিন ফিরে এসেছে সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে৷
1/10
যাকে আগলে আগলে রাখতেন এতদিন, সেই ভানুর বিচ্ছেদ যেন কোনও ভাবে মানতে পারছেন না তিনি৷
যাকে আগলে আগলে রাখতেন এতদিন, সেই ভানুর বিচ্ছেদ যেন কোনও ভাবে মানতে পারছেন না তিনি৷
advertisement
2/10
*বাড়িতে নতুন অতিথি এসেছে তাঁর৷ ছোট্ট 'এই' বেবিকে নিয়ে এখন খুশি সুদীপা৷ কিছুটা যেন তাঁর ক্ষতে প্রলেপ লেগেছে৷
*বাড়িতে নতুন অতিথি এসেছে তাঁর৷ ছোট্ট 'এই' বেবিকে নিয়ে এখন খুশি সুদীপা৷ কিছুটা যেন তাঁর ক্ষতে প্রলেপ লেগেছে৷
advertisement
3/10
ভানু তাঁর পোষ্য৷ যাকে সন্তানসম ভালবাসতেন তিনি৷
ভানু তাঁর পোষ্য৷ যাকে সন্তানসম ভালবাসতেন তিনি৷
advertisement
4/10
নিয়মিত সেই পোষ্যর ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিতেন তিনি৷
নিয়মিত সেই পোষ্যর ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিতেন তিনি৷
advertisement
5/10
পোষ্যকে একেবারে পরিবারের অংশ হিসেবেই মনে করতেন সুদীপা ও তাঁর স্বামী৷
পোষ্যকে একেবারে পরিবারের অংশ হিসেবেই মনে করতেন সুদীপা ও তাঁর স্বামী৷
advertisement
6/10
সেই পোষ্য সারমেয় বিয়োগ খুবই যন্ত্রণাদায়ক৷
সেই পোষ্য সারমেয় বিয়োগ খুবই যন্ত্রণাদায়ক৷
advertisement
7/10
*তবে এখন কিছুটা সেই দুঃখ ভুলিয়েছে ভানু ২ বা ভান্টু৷ এইভাবেই নতুন পোষ্যের নামকরণ করেছেন তিনি৷
*তবে এখন কিছুটা সেই দুঃখ ভুলিয়েছে ভানু ২ বা ভান্টু৷ এইভাবেই নতুন পোষ্যের নামকরণ করেছেন তিনি৷
advertisement
8/10
*তাঁকে এই সারমেয়টি দিয়েছেন ভাস্কর বসু আর শম্পা বাসু৷ যাদের প্রতি সুদীপা খুব কৃতজ্ঞ৷
*তাঁকে এই সারমেয়টি দিয়েছেন ভাস্কর বসু আর শম্পা বাসু৷ যাদের প্রতি সুদীপা খুব কৃতজ্ঞ৷
advertisement
9/10
*তিনি নিজে লিখেছেন, "আমার Bhanubhushan Chatterjee চলে যাবার পর,যে শূন্যতা তৈরী হয়েছিলো- তাতে আমি হয়তো তলিয়েই যেতুম- যদিনা আমার স্বামী Agnidev Chatterjee আর এঁরা দুজন আমার হাতে ভান্টুকে(ভানু+part two) তুলে দিতেন। আমার কান্না শুনে,ভাস্করবাবু সেই কেরল থেকে লোক পাঠিয়ে- আমার জন্য,একটি harlequin puppy এনে দিলেন,মাত্র ৫ দিনের মধ্যে।"
*তিনি নিজে লিখেছেন, "আমার Bhanubhushan Chatterjee চলে যাবার পর,যে শূন্যতা তৈরী হয়েছিলো- তাতে আমি হয়তো তলিয়েই যেতুম- যদিনা আমার স্বামী Agnidev Chatterjee আর এঁরা দুজন আমার হাতে ভান্টুকে(ভানু+part two) তুলে দিতেন। আমার কান্না শুনে,ভাস্করবাবু সেই কেরল থেকে লোক পাঠিয়ে- আমার জন্য,একটি harlequin puppy এনে দিলেন,মাত্র ৫ দিনের মধ্যে।"
advertisement
10/10
*এখন সেই ছোট্ট সোনা ভান্টুর ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেছেন সুদীপা৷ লিখেছেন 'My baby… Bhantuuuuuu!'
*এখন সেই ছোট্ট সোনা ভান্টুর ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেছেন সুদীপা৷ লিখেছেন 'My baby… Bhantuuuuuu!'
advertisement
advertisement
advertisement