Success Story: একের পর এক হিট ছবি, আকাশছোঁয়া খ‍্যাতির শীর্ষেই অভিনয়কে বিদায়! ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এখন আইএএস অফিসার, চেনেন অভিনেত্রীকে?

Last Updated:
Guess The Actress: অভিনয় ছেড়ে সরকারি চাকরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এমন নজির খুব বেশি নেই। তাও আবার যেমন তেমন চাকরি নয়, একেবারে আই.এ.এস অফিসার হয়ে তাক লাগিয়েছেন তিনি।
1/9
বেশিরভাগ সময়েই শোনা যায়, কোনও মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয় জগতে প্রবেশ করেছেন কোনও অভিনেতা বা অভিনেত্রী। তবে অভিনয় ছেড়ে সরকারি চাকরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এমন নজির খুব বেশি নেই। তাও আবার যেমন তেমন চাকরি নয়, একেবারে আই.এ.এস অফিসার হয়ে তাক লাগিয়েছেন তিনি।
বেশিরভাগ সময়েই শোনা যায়, কোনও মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয় জগতে প্রবেশ করেছেন কোনও অভিনেতা বা অভিনেত্রী। তবে অভিনয় ছেড়ে সরকারি চাকরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এমন নজির খুব বেশি নেই। তাও আবার যেমন তেমন চাকরি নয়, একেবারে আই.এ.এস অফিসার হয়ে তাক লাগিয়েছেন তিনি।
advertisement
2/9
এই অভিনেত্রী খ‍্যাতি শিখরে থেকেই বিদায় জানান অভিনয়কে। অর্থ, খ‍্যাতি, কোনওটারই অভাব ছিল না তাঁর। কম বয়সেই উচ্চ প্রশংসা পেয়েছিলেন। তবে বর্তমানে অভিনয় ছেড়ে তিনি সফল আইএএস অফিসার।
এই অভিনেত্রী খ‍্যাতি শিখরে থেকেই বিদায় জানান অভিনয়কে। অর্থ, খ‍্যাতি, কোনওটারই অভাব ছিল না তাঁর। কম বয়সেই উচ্চ প্রশংসা পেয়েছিলেন। তবে বর্তমানে অভিনয় ছেড়ে তিনি সফল আইএএস অফিসার।
advertisement
3/9
ইউপিএসসি পরীক্ষাকে শুধু দেশের নয়, বলা হয় পৃথিবীর অন‍্যতম কঠিন পরীক্ষা। দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী দিনরাত এক করে প্রস্তুতি নেন। সেই পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে বর্তমানে আইএএস অফিসার হিসেবে কর্মরতা অভিনেত্রী।
ইউপিএসসি পরীক্ষাকে শুধু দেশের নয়, বলা হয় পৃথিবীর অন‍্যতম কঠিন পরীক্ষা। দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী দিনরাত এক করে প্রস্তুতি নেন। সেই পরীক্ষাতেই উত্তীর্ণ হয়ে বর্তমানে আইএএস অফিসার হিসেবে কর্মরতা অভিনেত্রী।
advertisement
4/9
খ‍্যাতির শিখরে থেকেও অভিনয়কে বিদায় জানান তিনি। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিনেত্রী। একের পর এক অসাধারণ ছবিতে নামজাদা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেন।
খ‍্যাতির শিখরে থেকেও অভিনয়কে বিদায় জানান তিনি। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিনেত্রী। একের পর এক অসাধারণ ছবিতে নামজাদা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেন।
advertisement
5/9
প্রথম আত্মপ্রকাশ একটি টিভি শো-তে। পরে সিনেমা। অচিরেই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় দক্ষিণী সিনেমার এই শিল্পী। তাঁর অভিনয়ের প্রশংসাও হয়।
প্রথম আত্মপ্রকাশ একটি টিভি শো-তে। পরে সিনেমা। অচিরেই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় দক্ষিণী সিনেমার এই শিল্পী। তাঁর অভিনয়ের প্রশংসাও হয়।
advertisement
6/9
কিন্তু অভিনেত্রী হিসেবে খ‍্যাতি নয়, তাঁর মনে বাসা বেঁধেছিল অন‍্য ইচ্ছে। ঠিক করেন ইউপিএসসি পরীক্ষা দেবেন। যে পরীক্ষায় সফল হওয়া মোটেই মুখের কথা নয়।
কিন্তু অভিনেত্রী হিসেবে খ‍্যাতি নয়, তাঁর মনে বাসা বেঁধেছিল অন‍্য ইচ্ছে। ঠিক করেন ইউপিএসসি পরীক্ষা দেবেন। যে পরীক্ষায় সফল হওয়া মোটেই মুখের কথা নয়। দেশের তথা বিশ্বের অন‍্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি। তবে মেধা আর অধ‍্যাবসায়ের গুণে এই পরীক্ষায় সফল হন এই শিল্পী। শুধু তাই তাঁর র‍্যাঙ্ক হয়েছিল ১৬৭।
advertisement
7/9
কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, সিনেপাড়ায় এমন উদাহরণ ভুরি ভুরি। কিন্তু খ‍্যাতি, অর্থ, সমস্ত কিছু লাভ করেও সম্পূর্ণ অন‍্য পেশায় নিজেকে আবারও সফল প্রমাণিত করেছেন এমন উদাহরণ হাতে গোনা।
কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, সিনেপাড়ায় এমন উদাহরণ ভুরি ভুরি। কিন্তু খ‍্যাতি, অর্থ, সমস্ত কিছু লাভ করেও সম্পূর্ণ অন‍্য পেশায় নিজেকে আবারও সফল প্রমাণিত করেছেন এমন উদাহরণ হাতে গোনা। এই তালিকাতেই অন‍্যতম শীর্ষস্থানে থাকবেন একদা দক্ষিণী ছবির শিশুশিল্পী এইচ.এস. কীরথানা। খুব ছোট বয়সেই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন।
advertisement
8/9
'কর্পূরদা গোম্বে', 'গঙ্গা-যমুনা', 'মুদিনা আলিয়া', 'উপেন্দ্র', 'এ', 'কানুর হেগাদাতি', 'সার্কেল'-সহ অনেক টিভি শোতে উপস্থিত হয়ে শিশু অভিনেতা হিসাবে অনেক নাম অর্জন করেছিলেন। একাধিক ছবিতে অভিনয়ও করেন।
'কর্পূরদা গোম্বে', 'গঙ্গা-যমুনা', 'মুদিনা আলিয়া', 'উপেন্দ্র', 'এ', 'কানুর হেগাদাতি', 'সার্কেল'-সহ অনেক টিভি শোতে উপস্থিত হয়ে শিশু অভিনেতা হিসাবে অনেক নাম অর্জন করেছিলেন। একাধিক ছবিতে অভিনয়ও করেন।
advertisement
9/9
তবে তিনি অভিনয় জগতকে খুব তাড়াতাড়ি বিদায় জানান। প্রথমে কর্নাটক অ‍্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষা পাস করে ২ বছর চাকরি করেব। পরে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আই এ এস হন।
তবে তিনি অভিনয় জগতকে খুব তাড়াতাড়ি বিদায় জানান। প্রথমে কর্নাটক অ‍্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষা পাস করে ২ বছর চাকরি করেব। পরে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আই এ এস হন।
advertisement
advertisement
advertisement