Subhashree Ganguly: ২য় বার মা হওয়ার আগেই শুভশ্রী দিলেন বিরাট সুখবর! অন্তঃসত্ত্বা অভিনেত্রীর পোস্ট ঘিরে রহস্য
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
শীঘ্রই দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৯ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সব সময়ই নানা কারণে খবরের শিরোনামে থাকেন নায়িকা৷ কোলে সন্তান আসতে আর খুব বেশি দেরী নেই। কিন্তু কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেনি অভিনেত্রী। তিনি তাঁর স্টোরিতে একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তাঁর বিছানায় রাখা চিত্রনাট্য।
advertisement
advertisement
advertisement
সেখানে দেখা যায় অভিনেত্রী যোগ ব্যায়াম করছেন, আবার ছোট্ট ইউভানকে স্কুল থেকে আনতে যাচ্ছেন। পাশাপাশি করছেন শ্যুটিংও। মাতৃত্বকালীন সময়ে অনেকেই মনে করেন ব্যায়াম করা উচিত নয়, পাশাপাশি রোজকার জীবনের স্বাভাবিক যে সমস্ত কাজ তার থেকে অনেকে নিজে দূরে রাখেন। তাঁদের মনের সংশয় দূর করতেই অভিনেত্রী মূলত এই ভিডিওটি শেয়ার করে নেন।
advertisement
তিনি তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, মাতৃত্বকালীন সময় কোনও অসুস্থতা হয়। কোনও সমস্যা না থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজকার জীবনের বিভিন্ন কাজ করা যেতেই পারে। ভিডিওর শেষে তিনি লেখেন " নিজেকে কাজের মধ্যে রাখুন, তাতেই ভাল থাকবেন। অশিক্ষিত লোকজনের কথা নয়, চিকিৎসক কী বলছেন, তা শুনুন। মাতৃত্বকালীন এই সুন্দর সময়টা ভাল করে উপভোগ করুন।"
advertisement
সেই বার্তা তিনি আবারও পৌঁছে দিলেন অনুরাগীদের কাছে তবে একেবারে অন্যভাবে। আর মাত্র কয়েকটা দিন তারপর তিনি আবার দ্বিতীয়বারের জন্য মা হবেন। কিন্তু কাজের ছুটি নেই অভিনেত্রীর। তিনি তাঁর স্টোরিতে একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তাঁর বিছানায় রাখা চিত্রনাট্য,পাশে হাইলাইটার পেন, উপর রাখা চশমা। সঙ্গে রাখা ক্রিমও। অর্থাৎ কাজের পাশাপাশি নিজের যত্নও নিচ্ছেন তিনি। ক্যাপশনে তিনি 'হ্যাপি স্যাটার ডে', সঙ্গে লেখেন 'স্কিন কেয়ার'।
advertisement
advertisement