Subhashree Ganguly: ২য় বার মা হওয়ার আগেই শুভশ্রী দিলেন বিরাট সুখবর! অন্তঃসত্ত্বা অভিনেত্রীর পোস্ট ঘিরে রহস্য

Last Updated:
শীঘ্রই দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৯ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সব সময়ই নানা কারণে খবরের শিরোনামে থাকেন নায়িকা৷ কোলে সন্তান আসতে আর খুব বেশি দেরী নেই। কিন্তু কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেনি অভিনেত্রী। তিনি তাঁর স্টোরিতে একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তাঁর বিছানায় রাখা চিত্রনাট্য।
1/8
শীঘ্রই দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৯ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সব সময়ই নানা কারণে খবরের শিরোনামে থাকেন নায়িকা৷ কোলে সন্তান আসতে আর খুব বেশি দেরী নেই। কিন্তু কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেনি অভিনেত্রী।
শীঘ্রই দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ৯ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। সব সময়ই নানা কারণে খবরের শিরোনামে থাকেন নায়িকা৷ কোলে সন্তান আসতে আর খুব বেশি দেরী নেই। কিন্তু কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেনি অভিনেত্রী।
advertisement
2/8
অন্তঃসত্ত্বা অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মাতৃত্বের সুন্দর মুহূর্তের নানা ছবি অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নেন রাজ ঘরণী৷ কিছুদিন আগেই খেলেন নয় মাসের সাধ। সাধের প্রতিটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন নায়িকা৷
অন্তঃসত্ত্বা অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মাতৃত্বের সুন্দর মুহূর্তের নানা ছবি অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নেন রাজ ঘরণী৷ কিছুদিন আগেই খেলেন নয় মাসের সাধ। সাধের প্রতিটা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন নায়িকা৷
advertisement
3/8
পাশাপাশি তিনি স্যোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন যে মাতৃত্বকালীন সময় কী থাকে তাঁর রোজের রুটিন।
পাশাপাশি তিনি স্যোশাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন যে মাতৃত্বকালীন সময় কী থাকে তাঁর রোজের রুটিন।
advertisement
4/8
সেখানে দেখা যায় অভিনেত্রী যোগ ব্যায়াম করছেন, আবার ছোট্ট ইউভানকে স্কুল থেকে আনতে যাচ্ছেন। পাশাপাশি করছেন শ্যুটিংও। মাতৃত্বকালীন সময়ে অনেকেই মনে করেন ব্যায়াম করা উচিত নয়, পাশাপাশি রোজকার জীবনের স্বাভাবিক যে সমস্ত কাজ তার থেকে অনেকে নিজে দূরে রাখেন। তাঁদের মনের সংশয় দূর করতেই অভিনেত্রী মূলত এই ভিডিওটি শেয়ার করে নেন।
সেখানে দেখা যায় অভিনেত্রী যোগ ব্যায়াম করছেন, আবার ছোট্ট ইউভানকে স্কুল থেকে আনতে যাচ্ছেন। পাশাপাশি করছেন শ্যুটিংও। মাতৃত্বকালীন সময়ে অনেকেই মনে করেন ব্যায়াম করা উচিত নয়, পাশাপাশি রোজকার জীবনের স্বাভাবিক যে সমস্ত কাজ তার থেকে অনেকে নিজে দূরে রাখেন। তাঁদের মনের সংশয় দূর করতেই অভিনেত্রী মূলত এই ভিডিওটি শেয়ার করে নেন।
advertisement
5/8
তিনি তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, মাতৃত্বকালীন সময় কোনও অসুস্থতা হয়। কোনও সমস্যা না থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজকার জীবনের বিভিন্ন কাজ করা যেতেই পারে। ভিডিওর শেষে তিনি লেখেন " নিজেকে কাজের মধ্যে রাখুন, তাতেই ভাল থাকবেন। অশিক্ষিত লোকজনের কথা নয়, চিকিৎসক কী বলছেন, তা শুনুন। মাতৃত্বকালীন এই সুন্দর সময়টা ভাল করে উপভোগ করুন।"
তিনি তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, মাতৃত্বকালীন সময় কোনও অসুস্থতা হয়। কোনও সমস্যা না থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজকার জীবনের বিভিন্ন কাজ করা যেতেই পারে। ভিডিওর শেষে তিনি লেখেন " নিজেকে কাজের মধ্যে রাখুন, তাতেই ভাল থাকবেন। অশিক্ষিত লোকজনের কথা নয়, চিকিৎসক কী বলছেন, তা শুনুন। মাতৃত্বকালীন এই সুন্দর সময়টা ভাল করে উপভোগ করুন।"
advertisement
6/8
সেই বার্তা তিনি আবারও পৌঁছে দিলেন অনুরাগীদের কাছে তবে একেবারে অন্যভাবে। আর মাত্র কয়েকটা দিন তারপর তিনি আবার দ্বিতীয়বারের জন্য মা হবেন। কিন্তু কাজের ছুটি নেই অভিনেত্রীর। তিনি তাঁর স্টোরিতে একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তাঁর বিছানায় রাখা চিত্রনাট্য,পাশে হাইলাইটার পেন, উপর রাখা চশমা। সঙ্গে রাখা ক্রিমও। অর্থাৎ কাজের পাশাপাশি নিজের যত্নও নিচ্ছেন তিনি। ক্যাপশনে তিনি 'হ্যাপি স্যাটার ডে', সঙ্গে লেখেন 'স্কিন কেয়ার'।
সেই বার্তা তিনি আবারও পৌঁছে দিলেন অনুরাগীদের কাছে তবে একেবারে অন্যভাবে। আর মাত্র কয়েকটা দিন তারপর তিনি আবার দ্বিতীয়বারের জন্য মা হবেন। কিন্তু কাজের ছুটি নেই অভিনেত্রীর। তিনি তাঁর স্টোরিতে একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তাঁর বিছানায় রাখা চিত্রনাট্য,পাশে হাইলাইটার পেন, উপর রাখা চশমা। সঙ্গে রাখা ক্রিমও। অর্থাৎ কাজের পাশাপাশি নিজের যত্নও নিচ্ছেন তিনি। ক্যাপশনে তিনি 'হ্যাপি স্যাটার ডে', সঙ্গে লেখেন 'স্কিন কেয়ার'।
advertisement
7/8
এই ছবি থেকেই স্পষ্ট যে অভিনেত্রী এই সময়ও সমান ভাবে নিজের কাজকে গুরুত্ব দিচ্ছেন, পাশাপাশি নিজের খেয়াল রাখতেও ভুলছেন না। উপরি পাওনা, সামনেই তাঁর নতুন কাজের খবর যে পেতে চলেছেন তাঁর অনুরাগীরা, এই বড় খবরের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এই ছবি থেকেই স্পষ্ট যে অভিনেত্রী এই সময়ও সমান ভাবে নিজের কাজকে গুরুত্ব দিচ্ছেন, পাশাপাশি নিজের খেয়াল রাখতেও ভুলছেন না। উপরি পাওনা, সামনেই তাঁর নতুন কাজের খবর যে পেতে চলেছেন তাঁর অনুরাগীরা, এই বড় খবরের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
advertisement
8/8
প্রসঙ্গত, কিছুদিন আগে দেবলয় ভট্টাচার্যের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। তিনি লেখেন 'একটা রান্না হচ্ছে। রান্না হয়ে গেলেই পরিবেশন করব।' তবে কী আবার দেবালয়ে পরিচালনায় দেখা যাবে শুভশ্রীকে? আর আজকের স্টোরি কী তারই আগাম ইঙ্গিত? তা সবটাই অবশ্য ধোঁয়াশা।
প্রসঙ্গত, কিছুদিন আগে দেবলয় ভট্টাচার্যের একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। তিনি লেখেন 'একটা রান্না হচ্ছে। রান্না হয়ে গেলেই পরিবেশন করব।' তবে কী আবার দেবালয়ে পরিচালনায় দেখা যাবে শুভশ্রীকে? আর আজকের স্টোরি কী তারই আগাম ইঙ্গিত? তা সবটাই অবশ্য ধোঁয়াশা।
advertisement
advertisement
advertisement