Kanchan-Sreemoyee: মারাত্মক দুর্বল! আচমকা কী হল শ্রীময়ীর? হাসপাতালে সারা রাত জেগে কী করছেন কাঞ্চন? জানলে আঁতকে উঠবেন

Last Updated:
Kanchan-Sreemoyee: এখনও হাসপাতালে রয়েছেন শ্রীময়ী৷ স্ত্রী-কে সবসময় আগলে রাখছেন অভিনেতা৷ সারারাত জেগে হাসপাতালে শ্রীময়ী ও সদ্যোজাত মেয়ের জন্য ঠিক কী কী করছেন কাঞ্চন, তাও জানিয়েছেন শ্রীময়ী৷
1/8
৫৪ বছরে ফের বাবা হলেন  টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক৷ বিয়ের পর প্রথম দীপাবলি তাদের জীবনকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলেছে৷ দীপাবলিতে বাবা-মা হলেন কাঞ্চন ও শ্রীময়ী৷
৫৪ বছরে ফের বাবা হলেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক৷ বিয়ের পর প্রথম দীপাবলি তাদের জীবনকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলেছে৷ দীপাবলিতে বাবা-মা হলেন কাঞ্চন ও শ্রীময়ী৷
advertisement
2/8
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ ২ নভেম্বরে তাদের কোল আলো করে এসেছে কন্যাসন্তান৷ এখনও হাসপাতালে রয়েছেন শ্রীময়ী৷ স্ত্রী-কে সবসময় আগলে রাখছেন অভিনেতা৷
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ ২ নভেম্বরে তাদের কোল আলো করে এসেছে কন্যাসন্তান৷ এখনও হাসপাতালে রয়েছেন শ্রীময়ী৷ স্ত্রী-কে সবসময় আগলে রাখছেন অভিনেতা৷
advertisement
3/8
মেয়ের বয়স সবে মাত্র ৫ দিন৷ ইতিমধ্যেই বুধবার কৃষভির প্রথম ঝলক শেয়ার করে নিয়েছেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী৷ এবার নিজেদের আদুরে আরও এক মুহূর্ত প্রকাশ্যে আনলেন শ্রীময়ী৷
মেয়ের বয়স সবে মাত্র ৫ দিন৷ ইতিমধ্যেই বুধবার কৃষভির প্রথম ঝলক শেয়ার করে নিয়েছেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী৷ এবার নিজেদের আদুরে আরও এক মুহূর্ত প্রকাশ্যে আনলেন শ্রীময়ী৷
advertisement
4/8
সন্তান প্রসবের পর স্ত্রী ও সদ্যোজাত কন্যার দেখভাল পুরোপুরি নিজেই করছেন উত্তরপাড়ার বিধায়ক৷  নিজের হাতে বউকে খাইয়ে দিচ্ছেন অভিনেতা৷ পাশাপাশি যত্নেরও খামতি রাখছেন না কাঞ্চন৷
সন্তান প্রসবের পর স্ত্রী ও সদ্যোজাত কন্যার দেখভাল পুরোপুরি নিজেই করছেন উত্তরপাড়ার বিধায়ক৷ নিজের হাতে বউকে খাইয়ে দিচ্ছেন অভিনেতা৷ পাশাপাশি যত্নেরও খামতি রাখছেন না কাঞ্চন৷
advertisement
5/8
স্বামীর আদর-যত্নে আনন্দে আত্মহারা শ্রীময়ী৷ নিজেদের রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগঘন বার্তা দিলেন শ্রীময়ী৷
স্বামীর আদর-যত্নে আনন্দে আত্মহারা শ্রীময়ী৷ নিজেদের রোম্যান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগঘন বার্তা দিলেন শ্রীময়ী৷
advertisement
6/8
ছবিতে দেখা যাচ্ছে, হাতে স্যালাইনের চ্যানেল, হাসপাতালের বিছানায় হেলান দিয়ে বসে রয়েছেন শ্রীময়ী এবং কাঞ্চন নিজের হাতে চা খাইয়ে দিচ্ছেন স্ত্রী-কে৷ এই ছবি পোস্ট করেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শ্রীময়ী৷
ছবিতে দেখা যাচ্ছে, হাতে স্যালাইনের চ্যানেল, হাসপাতালের বিছানায় হেলান দিয়ে বসে রয়েছেন শ্রীময়ী এবং কাঞ্চন নিজের হাতে চা খাইয়ে দিচ্ছেন স্ত্রী-কে৷ এই ছবি পোস্ট করেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শ্রীময়ী৷
advertisement
7/8
সারারাত জেগে হাসপাতালে শ্রীময়ী ও সদ্যোজাত মেয়ের জন্য ঠিক কী কী করছেন কাঞ্চন, তাও জানিয়েছেন শ্রীময়ী৷ পাশাপাশি সবচেয়ে প্রিয় বন্ধুকে ধন্যবাদ জানাতে ভোলেননি স্ত্রী৷ ঝড়ের গতিতে এই পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
সারারাত জেগে হাসপাতালে শ্রীময়ী ও সদ্যোজাত মেয়ের জন্য ঠিক কী কী করছেন কাঞ্চন, তাও জানিয়েছেন শ্রীময়ী৷ পাশাপাশি সবচেয়ে প্রিয় বন্ধুকে ধন্যবাদ জানাতে ভোলেননি স্ত্রী৷ ঝড়ের গতিতে এই পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
8/8
পোস্টে অভিনেত্রী লেখেন- 'সবরকম পরিস্থিতিতে যে মানুষটা আমার পাশে থেকেছে, বিয়ের অনেক আগে থেকেই সে আমার সবচেয়ে প্রিয় বন্ধু৷  আমার প্রেগন্যান্সির প্রথম দিন থেকে আমার যত্ন নিয়েছে, খেয়াল রেখেছে৷ সবসময় ভালবাসায় আগলে রেখেছে৷ মেয়ের যত্ন নিচ্ছে৷ সারারাতে বারবার উঠছে আমার সঙ্গে৷ হয়তো তোমার জন্যই আমি একটা নতুন জীবন এই পৃথিবীতে আনতে পারলাম৷ এই মানুষটা আমাকে পৃথিবীর সেরা উপহার দিয়েছে, আমি তোমাকে ভীষণ ভালবাসি'৷
পোস্টে অভিনেত্রী লেখেন- 'সবরকম পরিস্থিতিতে যে মানুষটা আমার পাশে থেকেছে, বিয়ের অনেক আগে থেকেই সে আমার সবচেয়ে প্রিয় বন্ধু৷ আমার প্রেগন্যান্সির প্রথম দিন থেকে আমার যত্ন নিয়েছে, খেয়াল রেখেছে৷ সবসময় ভালবাসায় আগলে রেখেছে৷ মেয়ের যত্ন নিচ্ছে৷ সারারাতে বারবার উঠছে আমার সঙ্গে৷ হয়তো তোমার জন্যই আমি একটা নতুন জীবন এই পৃথিবীতে আনতে পারলাম৷ এই মানুষটা আমাকে পৃথিবীর সেরা উপহার দিয়েছে, আমি তোমাকে ভীষণ ভালবাসি'৷
advertisement
advertisement
advertisement