Bhanu Bandyopadhyay: বাবার জুতোয় পা গলালেন মেয়ে, ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশায় শ্রদ্ধা ভক্তভানু ও অভিনেতা কন্যার

Last Updated:
 World Laughter Day: অভিনয় করেছেন গিন্নীর ভূমিকায় শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের সুযোগ্য কন্যা বাসবী ঘটক বন্দোপাধ্যায়
1/7
এবারের বিশ্ব হাসি দিবসে প্রখ্যাত অভিনেতা এবং হাস্য কৌতুকে কিংবদন্তী ভানু বন্দোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ভক্তভানু অনুপম সরকারের নতুন সংলাপে কৌতুক নক্সা
এবারের বিশ্ব হাসি দিবসে প্রখ্যাত অভিনেতা এবং হাস্য কৌতুকে কিংবদন্তী ভানু বন্দোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ভক্তভানু অনুপম সরকারের নতুন সংলাপে কৌতুক নক্সা
advertisement
2/7
এখানেই তাদের সার্থকতা এবং কিংবদন্তী অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে নতুন সৃষ্টির মাধ্যমে শ্রদ্ধা জানবার আন্তরিক প্রচেষ্টা।
এখানেই তাদের সার্থকতা এবং কিংবদন্তী অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়কে নতুন সৃষ্টির মাধ্যমে শ্রদ্ধা জানবার আন্তরিক প্রচেষ্টা।
advertisement
3/7
অভিনয় করেছেন গিন্নীর ভূমিকায় শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের সুযোগ্য কন্যা বাসবী ঘটক বন্দোপাধ্যায়, কর্তার ভূমিকায় অভিনেতা ভক্তভানু অনুপম সরকার, ভাষ্যে রেডিও সঞ্চালক খাস কৌশিক, সংলাপ এবং সম্পাদনায় অনুপম নিজেই ৷
অভিনয় করেছেন গিন্নীর ভূমিকায় শ্রদ্ধেয় অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের সুযোগ্য কন্যা বাসবী ঘটক বন্দোপাধ্যায়, কর্তার ভূমিকায় অভিনেতা ভক্তভানু অনুপম সরকার, ভাষ্যে রেডিও সঞ্চালক খাস কৌশিক, সংলাপ এবং সম্পাদনায় অনুপম নিজেই ৷
advertisement
4/7
অন্যদিকে অভিনেত্রী বাসবী বন্দোপাধ্যায় জানান যে, এতদিন বাদে তিনি আবার কৌতুক নক্সা নিয়ে ফিরছেন ভক্তভানু অনুপম সরকারের জন্যই, বাবার কণ্ঠস্বর অনুপমের অনুকরণ কণ্ঠে খুঁজে পান, যে উপলব্ধি অত্যন্ত ভালোলাগা এবং আবেগের ৷
অন্যদিকে অভিনেত্রী বাসবী বন্দোপাধ্যায় জানান যে, এতদিন বাদে তিনি আবার কৌতুক নক্সা নিয়ে ফিরছেন ভক্তভানু অনুপম সরকারের জন্যই, বাবার কণ্ঠস্বর অনুপমের অনুকরণ কণ্ঠে খুঁজে পান, যে উপলব্ধি অত্যন্ত ভালোলাগা এবং আবেগের ৷
advertisement
5/7
 কর্তা বনাম গিন্নীর মধুর ঝগড়া
কর্তা বনাম গিন্নীর মধুর ঝগড়া
advertisement
6/7
অনুপম একজন রেডিও, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা। অনুপম তার ব্যতিক্রমী কাজের মধ্যদিয়ে তিন বার তিনটি ভিন্ন বিষয়ে ''গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'' অর্জন করেছেন।
অনুপম একজন রেডিও, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা। অনুপম তার ব্যতিক্রমী কাজের মধ্যদিয়ে তিন বার তিনটি ভিন্ন বিষয়ে ''গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'' অর্জন করেছেন।
advertisement
7/7
অনুপম বলেন, বর্তমান প্রজন্মের বেশিরভাগ শ্রোতা এবং দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। নেট দুনিয়াতে যেসব হাস্য রসাত্মক কন্টেন্ট আসছে, সেগুলির বেশিরভাগই দ্বের্থক। তাই বলার অপেক্ষা রাখে না, সাবেকি কৌতুক প্রিয় শ্রোতাদের কাছে
অনুপম বলেন, বর্তমান প্রজন্মের বেশিরভাগ শ্রোতা এবং দর্শকের রুচির পরিবর্তন হয়েছে। নেট দুনিয়াতে যেসব হাস্য রসাত্মক কন্টেন্ট আসছে, সেগুলির বেশিরভাগই দ্বের্থক। তাই বলার অপেক্ষা রাখে না, সাবেকি কৌতুক প্রিয় শ্রোতাদের কাছে
advertisement
advertisement
advertisement