ঝুলিতে রয়েছে প্রায় ৭০০টি ছবি, মাদকাসক্তির কারণে শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার; এখন এই ভাবেই জীবন কাটাচ্ছেন সুন্দরী অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এবার দেখে নেওয়া যাক এমন একজন অভিনেত্রীকে, যাঁকে নিজের জীবনে প্রচুর বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। এখানে কথা হচ্ছে মালয়ালম অভিনেত্রী উর্বশীর বিষয়ে।
প্রত্যেকেই ভাবেন যে, ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা এবং অভিনেত্রীরা বিলাসবহুল জীবনযাপন করেন। জীবনে কোনও সমস্যারই সম্মুখীন হতে হয় না তাঁদের। কিন্তু বাস্তবে সাধারণ মানুষদের মতোই সমস্যার মুখে পড়তে হয় তাঁদেরও। এবার দেখে নেওয়া যাক এমন একজন অভিনেত্রীকে, যাঁকে নিজের জীবনে প্রচুর বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল।
advertisement
advertisement
যদিও তেলুগু ইন্ডাস্ট্রিতে উর্বশীকে প্রধান অভিনেত্রী হিসেবে গণ্য করা হয় না। কিন্তু বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। তেলুগু দর্শকদের মধ্যে তিনি ক্যারেক্টার আর্টিস্ট বলেই পরিচিত ছিলেন। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘নিউ দিল্লি’ নামের হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন উর্বশী। অভিনয় প্রতিভার জোরে ২০০৬ সালে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন।
advertisement
বলে রাখা ভাল যে, উর্বশীর আসল নাম হল কবিতা রেঞ্জিনি। কেরলের কোল্লাম জেলায় জন্ম তাঁর। খুব কম বয়সে শিশু শিল্পী হিসেবে নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন উর্বশী। আর খুব কম সময়ের মধ্যে তিনি বড় তারকা হয়ে উঠেছিলেন। নিজের কেরিয়ারে সাতশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। নিজের কেরিয়ারে লিড এবং ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে অসাধারণ অভিনয় উপহার দিয়েছেন ভক্তদের। কাজ করেছেন চিরঞ্জীবী, বালাকৃষ্ণ, রজনীকান্ত, কমল হাসান, বিষ্ণুবর্ধন, অম্বরীশ রবিচন্দ্রন, রমেশ অরবিন্দ, মোহনলাল, মাম্মুত্তি, ড. রাজকুমারের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে।
advertisement
খুব স্বল্প সময়ের মধ্যে স্টারডম পেয়েছিলেন উর্বশী। তবে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন তাঁকে ব্যক্তিগত সমস্যার মুখে পড়তে হয়েছিল। এমন ভাবে মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন যে, তাঁর কেরিয়ারটাই ছারখার হয়ে গিয়েছিল। ২০০০ সালে মনোজ কে জয়নের সঙ্গে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। স্বামীর কারণে নানা বাধাবিপত্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে। এরপর একটা সময়ে তাঁদের সংসার ভেঙে যায়। সিঙ্গেল মাদার হিসেবেই কন্যাকে মানুষ করেছেন উর্বশী।
advertisement
পরে ২০১৬ সালে ৪৪ বছর বয়সে চেন্নাইয়ের ব্যবসায়ী শিবপ্রসাদের সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। দ্বিতীয় বিয়ের পর তাঁদের জীবনে এসেছে এক পুত্র সন্তান। তার নাম ইহান প্রজাপতি। ফিল্মি দুনিয়ার গ্ল্যামারের জাঁকজমক ছেড়ে অভিনেত্রী এখন নিজের দ্বিতীয় স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করছেন।