Guess the Actress: ২১ বছরেই মর্মান্তিক মৃত্যু...! ১৪ বছরে অভিনয় শুরু, ১৬-তে জাতীয় পুরস্কার জয়, অকালেই জীবন শেষ! কে এই নায়িকা? চিনতে পারলেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Actress: এমন অনেক অভিনেত্রী রয়েছেন ইন্ডাস্ট্রিতে যারা খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন৷ একরাশ স্বপ্ন নিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করলেও খুব অল্প সময়ের মধ্যেই তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান৷
advertisement
তিনি আর কেউ নন, তিনি হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী মণীষা উন্নি৷ যিনি অল্প বয়সেই দক্ষিণ ভারতীয় সিনেমায় দর্শকদের নজর কেড়েছিলেন। মণীষা উন্নি হলেন শ্রীদেবী উন্নি এবং নারায়ণন উন্নির কন্যা, যারা মোহানিয়াত্তম নৃত্যে বিখ্যাত। তিনি তার বাবা-মায়ের কাছ থেকে নৃত্যের প্রতি অনুরাগও উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন। তিনি ৫ বছর বয়সে নৃত্যে দক্ষ হয়ে ওঠেন।
advertisement
স্কুলে পড়ার সময়, ১৪ বছর বয়সে, তিনি তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ভয়া' তে অভিনয় করেছিলেন। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মণীষার অভিনয় দক্ষতা দেখে লেখক এবং পরিচালক এম.টি. বাসুদেবন নায়ার তাকে তার ছবিতে অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন। সেই চলচ্চিত্রটি ছিল ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম চলচ্চিত্র 'নখক্ষথাঙ্গল'।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement