Devi: সামনের মাসেই আসছে ‘মণিহারা’-র সিক্যুয়েল ‘দেবী’, অবশেষে প্রকাশ্যে এল সৌপ্তিক চক্রবর্তী পরিচালিত ছবির পোস্টার

Last Updated:
Bengali Movie Devi Poster Launch: আগামী ১১ জুলাই ২০২৫ তারিখে মুক্তি পেতে চলেছে ‘মণিহারা’ ছবির সিক্যুয়েল ‘দেবী। এই ছবিটি পরিচালনা করেছেন সৌপ্তিক চক্রবর্তী। শুধু তা-ই নয়, ‘দেবী’-র গল্পও তাঁরই লেখা। 
1/6
বছর কয়েক আগে কালবুনি নামে এক গভীর জঙ্গলে বাস করত এক ডাইনি। নাম মায়া। বিশ্ব-ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী ডাইনি হওয়ার স্বপ্ন দেখে সে। আর সেই স্বপ্ন পূরণ করার জন্যই নিজের অন্ধকারের ঈশ্বর পিশাচ-কে ডেকে আনার প্রক্রিয়া শুরু করে। এর ফলে আশপাশের গ্রাম থেকে সদ্যোজাত কন্যাসন্তান চুরি করতে শুরু করে মায়া। আর সেই নবজাতকদের চুরি করে এনে শক্তিশালী আগুনে আহুতি দিত সে।
বছর কয়েক আগে কালবুনি নামে এক গভীর জঙ্গলে বাস করত এক ডাইনি। নাম মায়া। বিশ্ব-ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী ডাইনি হওয়ার স্বপ্ন দেখে সে। আর সেই স্বপ্ন পূরণ করার জন্যই নিজের অন্ধকারের ঈশ্বর পিশাচ-কে ডেকে আনার প্রক্রিয়া শুরু করে। এর ফলে আশপাশের গ্রাম থেকে সদ্যোজাত কন্যাসন্তান চুরি করতে শুরু করে মায়া। আর সেই নবজাতকদের চুরি করে এনে শক্তিশালী আগুনে আহুতি দিত সে।
advertisement
2/6
এভাবে প্রায় ১০০টি সদ্যোজাত শিশুকন্যাকে আগুনে উৎসর্গ করার পর মায়ার সামনে আবির্ভূত হয় পিশাচ। আর জানায় যে, কোথাও কোনও জায়গায় বেড়ে উঠছে এক জাদু কন্যা, যে মায়ার থেকে অনেক শক্তিশালী। এখানেই শেষ নয়, সেই জাদু কন্যার বয়স ১৮ বছর হয়ে গেলে সে মায়ার মৃত্যুর কারণ হয়ে উঠবে। আর আগে থেকেই এই বিষয়টা নির্ধারণ করা রয়েছে। আর পিশাচের এই ভবিষ্যদ্বাণী শুনে কার্যত রাগে উন্মাদ হয়ে যায় মায়া। সেই জাদু কন্যা মায়াকে শেষ করে দেওয়ার আগে তাকেই শেষ করে দিতে বদ্ধপরিকর হয়ে ওঠে সে।
এভাবে প্রায় ১০০টি সদ্যোজাত শিশুকন্যাকে আগুনে উৎসর্গ করার পর মায়ার সামনে আবির্ভূত হয় পিশাচ। আর জানায় যে, কোথাও কোনও জায়গায় বেড়ে উঠছে এক জাদু কন্যা, যে মায়ার থেকে অনেক শক্তিশালী। এখানেই শেষ নয়, সেই জাদু কন্যার বয়স ১৮ বছর হয়ে গেলে সে মায়ার মৃত্যুর কারণ হয়ে উঠবে। আর আগে থেকেই এই বিষয়টা নির্ধারণ করা রয়েছে। আর পিশাচের এই ভবিষ্যদ্বাণী শুনে কার্যত রাগে উন্মাদ হয়ে যায় মায়া। সেই জাদু কন্যা মায়াকে শেষ করে দেওয়ার আগে তাকেই শেষ করে দিতে বদ্ধপরিকর হয়ে ওঠে সে।
advertisement
3/6
এদিকে কলকাতায় জন্ম নেয় সেই জাদু কন্যা দেবী। সে মানব-সন্তান সূর্য এবং ভূত মণিমালার সন্তান। এর ফলে মণিমালার সমস্ত অলৌকিক শক্তি পেয়েছে দেবী। অন্যদিকে বাবা সূর্যর কাছ থেকে সে পেয়েছে সাহস। এদিকে দেবীর জন্ম দেওয়ার সময় মণিমালা তার পার্থিব অস্তিত্ব বিসর্জন দেয়। ফলে সিঙ্গেল ফাদার হিসেবে মেয়েকে মানুষ করতে থাকে সূর্য। তাই দেবীকে সুরক্ষিত রাখতে দুনিয়ার কাছ থেকে তার অলৌকিক শক্তি আড়াল করে রাখতে চায় সে। কিন্তু সূর্যের এই প্রয়াস সত্ত্বেও দেবীর ১৮ বছর হতেই তার হদিশ পেয়ে যায় ডাইনি মায়া।
এদিকে কলকাতায় জন্ম নেয় সেই জাদু কন্যা দেবী। সে মানব-সন্তান সূর্য এবং ভূত মণিমালার সন্তান। এর ফলে মণিমালার সমস্ত অলৌকিক শক্তি পেয়েছে দেবী। অন্যদিকে বাবা সূর্যর কাছ থেকে সে পেয়েছে সাহস। এদিকে দেবীর জন্ম দেওয়ার সময় মণিমালা তার পার্থিব অস্তিত্ব বিসর্জন দেয়। ফলে সিঙ্গেল ফাদার হিসেবে মেয়েকে মানুষ করতে থাকে সূর্য। তাই দেবীকে সুরক্ষিত রাখতে দুনিয়ার কাছ থেকে তার অলৌকিক শক্তি আড়াল করে রাখতে চায় সে। কিন্তু সূর্যের এই প্রয়াস সত্ত্বেও দেবীর ১৮ বছর হতেই তার হদিশ পেয়ে যায় ডাইনি মায়া।
advertisement
4/6
আর এই হদিশ পাওয়ামাত্রই শহরের মধ্যে যেন শুরু হয়ে যায় এক ডাইনি এবং এক জাদু কন্যার এক মারাত্মক লড়াই। দেবীর সামনে ছদ্মবেশে পৌঁছে যায় মায়া। সেই পিশাচের ভবিষ্যদ্বাণী কি তাহলে এবার সত্যি হতে চলেছে? না কি গোটা বিশ্বই দাঁড়িয়ে রয়েছে এক ধ্বংসের মুখে। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছে ‘দেবী’।
আর এই হদিশ পাওয়ামাত্রই শহরের মধ্যে যেন শুরু হয়ে যায় এক ডাইনি এবং এক জাদু কন্যার এক মারাত্মক লড়াই। দেবীর সামনে ছদ্মবেশে পৌঁছে যায় মায়া। সেই পিশাচের ভবিষ্যদ্বাণী কি তাহলে এবার সত্যি হতে চলেছে? না কি গোটা বিশ্বই দাঁড়িয়ে রয়েছে এক ধ্বংসের মুখে। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছে ‘দেবী’।
advertisement
5/6
সম্প্রতি সামনে এল এই ছবির পোস্টার। আগামী ১১ জুলাই ২০২৫ তারিখে মুক্তি পেতে চলেছে ‘মণিহারা’ ছবির সিক্যুয়েল ‘দেবী। এই ছবিটি পরিচালনা করেছেন সৌপ্তিক চক্রবর্তী। শুধু তা-ই নয়, ‘দেবী’-র গল্পও তাঁরই লেখা।
সম্প্রতি সামনে এল এই ছবির পোস্টার। আগামী ১১ জুলাই ২০২৫ তারিখে মুক্তি পেতে চলেছে ‘মণিহারা’ ছবির সিক্যুয়েল ‘দেবী। এই ছবিটি পরিচালনা করেছেন সৌপ্তিক চক্রবর্তী। শুধু তা-ই নয়, ‘দেবী’-র গল্পও তাঁরই লেখা।
advertisement
6/6
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণিতা দাস, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা বসু, সোমরাজ মাইতি প্রমুখরা। ‘দেবী’ ছবিটি প্রযোজনা করেছে ইকো এন্টারটেনমেন্ট। আর ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়।
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণিতা দাস, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা বসু, সোমরাজ মাইতি প্রমুখরা। ‘দেবী’ ছবিটি প্রযোজনা করেছে ইকো এন্টারটেনমেন্ট। আর ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement