Soumitrisha Kundoo: আদৃত-কৌশাম্বীর বিয়ের পরেই নতুন শুরু 'মিঠাই' সৌমিতৃষার... তবে কী... এক খবরেই চমকে গেলেন ভক্তেরা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তবে সে সব দিকে মন নেই মিঠাইয়ের। সমাজ মাধ্যমে তিনি একটি স্টোরি দিয়েছেন, আর সেখানে ক্যাপশন দিয়েছেন নতুন শুরু। পুজো দেওয়ার ছবি দেখে অনেকেই ভেবে নিয়েছেন, এটি নতুন সিনেমার ঘোষণা।
advertisement
advertisement
advertisement
advertisement
অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসে ‘প্রধান’। ছবিতে ছিলেন ‘টনিক’-এর হিট জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়। দেখা যায় কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়কে। কাঞ্চন-অম্বরীশ-কনীনিকা সহ বহু খ্যাতনামা তারকা রয়েছেন এই ছবিতে। ছিলেন মমতা শংকরও। নায়িকার ভূমিকায় ছিলেন সৌমিতৃষা৷ অনেকের ধারণা তারপর থেকেই সৌমিতৃষা বদলে গিয়েছেন। তন্বীকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন নায়িকা, সেই নিয়েও কম জলঘোলা হয়নি।
advertisement
পয়লা বৈশাখে আদৃতের বাড়িতে বসেছিল আসর। সেখানে দেখা মিলল কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস, ফাহিম মির্জাদের। ‘আমরা’ লিখে নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন আদৃত। বাদ শুধু পড়েন মিঠাই নিজেই। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
এক সময় বাংলার ঘরে ঘরে সন্ধে হলেই শোনা যেত একটা গান। সুখে-দুখে মিষ্টি মুখে মিঠাই। আপামর বাঙালিকে একই সঙ্গে হাসিয়েছে আবার কাঁদিয়েওছে এই ধারাবাহিক। মিঠাই এবং উচ্ছেবাবুর প্রেম, এক অতি সাধারণ মেয়ের মুশকিল আসান হয়ে ওঠা, যৌথ পরিবার প্রথা- সবই ছিল মিঠাই ধারাবাহিকের অঙ্গ। এই ধারাবাহিক দিয়েই সৌমিতৃষা কুণ্ডু হয়ে উঠেছিলেন বাঙালির ঘরের মেয়ে। (ছবি- ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement