Soumitra Chatterjee: সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের প্রয়াণবার্ষিকী! বাবার লেখা নাটক নিজের নির্দেশনায় মঞ্চস্থ করলেন পৌলমী

Last Updated:
Soumitra Chatterjee: গতকাল অর্থাৎ ১৪ নভেম্বর বাবাকে শ্রদ্ধা জানাতে তাঁর লেখা নাটকই মঞ্চস্থ করলেন সৌমিত্র কন্যা পৌলমী বসু (Poulami Bose)।
1/9
বাঙালির কাছে আজকের দিন‌টা চিরকাল কালো মেঘে ঢাকা থাকবে। ঠিক এক বছর আগে আজকের দিন অর্থাৎ ২০২০-র ১৫ নভেম্বর বাঙালিকে শূন্য করে চলে গিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্য়ায় (Soumitra Chatterjee)। করোনায় (Corona) আক্রান্ত হয়ে দীর্ঘদিন লড়াই করার পরে বেলভিউ নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি।
বাঙালির কাছে আজকের দিন‌টা চিরকাল কালো মেঘে ঢাকা থাকবে। ঠিক এক বছর আগে আজকের দিন অর্থাৎ ২০২০-র ১৫ নভেম্বর বাঙালিকে শূন্য করে চলে গিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্য়ায় (Soumitra Chatterjee)। করোনায় (Corona) আক্রান্ত হয়ে দীর্ঘদিন লড়াই করার পরে বেলভিউ নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি।
advertisement
2/9
শুধু চলচ্চিত্র জগৎই নয়। সাহিত্য, নাটকের জগতকেও সমৃদ্ধ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বাঙালির মননে তিনি থেকে যাবেন উজ্জ্বল নক্ষত্রের মতোই। বয়সকে গুরুত্ব না দিয়ে অসুস্থ হয়ে পড়ার দিন পর্যন্ত নিজেকে কাজেই ব্যস্ত রেখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু ১৫ নভেম্বর বাংলার চলচ্চিত্র জগতকে অপূর্ণ করে তিনি চলে যান।
শুধু চলচ্চিত্র জগৎই নয়। সাহিত্য, নাটকের জগতকেও সমৃদ্ধ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বাঙালির মননে তিনি থেকে যাবেন উজ্জ্বল নক্ষত্রের মতোই। বয়সকে গুরুত্ব না দিয়ে অসুস্থ হয়ে পড়ার দিন পর্যন্ত নিজেকে কাজেই ব্যস্ত রেখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু ১৫ নভেম্বর বাংলার চলচ্চিত্র জগতকে অপূর্ণ করে তিনি চলে যান।
advertisement
3/9
গতকাল অর্থাৎ ১৪ নভেম্বর বাবাকে শ্রদ্ধা জানাতে তাঁর লেখা নাটকই মঞ্চস্থ করলেন সৌমিত্র কন্যা পৌলমী বসু (Poulami Bose)। দুটি কাপুরুষের কথা ও টাইপিস্ট- এই দুটি নাটক লিখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
গতকাল অর্থাৎ ১৪ নভেম্বর বাবাকে শ্রদ্ধা জানাতে তাঁর লেখা নাটকই মঞ্চস্থ করলেন সৌমিত্র কন্যা পৌলমী বসু (Poulami Bose)। দুটি কাপুরুষের কথা ও টাইপিস্ট- এই দুটি নাটক লিখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
advertisement
4/9
নাটক দুটি পৌলমীর নির্দেশনায় গতকাল অ্যাকাডেমিতে মঞ্চস্থ হল। পৌলমী নিজেও অভিনয় করেছেন। টাইপিস্ট নাটকটিতে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদারও। সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করতেই এই নাটক নির্দেশনা করেছেন পৌলমী।
নাটক দুটি পৌলমীর নির্দেশনায় গতকাল অ্যাকাডেমিতে মঞ্চস্থ হল। পৌলমী নিজেও অভিনয় করেছেন। টাইপিস্ট নাটকটিতে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদারও। সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করতেই এই নাটক নির্দেশনা করেছেন পৌলমী।
advertisement
5/9
টুইটারে আজ সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee) স্মরণ করেছেন অনেকেই। পরিচালক অতনু ঘোষ লিখেছেন, "কে বলে গো সেই প্রভাতে নেই আমি...আপনি আছেন সকল খেলায়, সকল ভাবনায়, সকল অন্বেষণে। প্রয়াণ দিবসে শ্রদ্ধা, প্রণাম"।
টুইটারে আজ সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee) স্মরণ করেছেন অনেকেই। পরিচালক অতনু ঘোষ লিখেছেন, "কে বলে গো সেই প্রভাতে নেই আমি...আপনি আছেন সকল খেলায়, সকল ভাবনায়, সকল অন্বেষণে। প্রয়াণ দিবসে শ্রদ্ধা, প্রণাম"।
advertisement
6/9
পরিচালক রাজ চক্রবর্তী টুইট করেছেন, "স্মরণে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। বাংলা চলচ্চিত্রের জগতে তাঁর চলে যাওয়া যে শূন্যতার সৃষ্টি করেছে, তা অপূরণীয়। তবে তিনি আমাদের মনে থাকবেন এক চিরন্তন নস্টালজিয়া হয়ে। তাঁকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই।"
পরিচালক রাজ চক্রবর্তী টুইট করেছেন, "স্মরণে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। বাংলা চলচ্চিত্রের জগতে তাঁর চলে যাওয়া যে শূন্যতার সৃষ্টি করেছে, তা অপূরণীয়। তবে তিনি আমাদের মনে থাকবেন এক চিরন্তন নস্টালজিয়া হয়ে। তাঁকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই।"
advertisement
7/9
শুধু আজকের দিনটা নন। তাঁর অনুপস্থিতি প্রতিদিন অনুভব করে বাঙালি। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন কিংবদন্তি অভিনেতা।
শুধু আজকের দিনটা নন। তাঁর অনুপস্থিতি প্রতিদিন অনুভব করে বাঙালি। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন কিংবদন্তি অভিনেতা।
advertisement
8/9
দেবী, তিন কন্যা, অভিযান, সাত পাকে বাঁধা, চারুলতা, অরণ্যের দিন রাত্রি, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, কোনি, গণশত্রু, আতঙ্ক সহ আরও বহু ছবির মধ্যে দিয়েই তিনি বাঙালির কাছে চিরঅমর হয়ে থেকে গিয়েছেন।
দেবী, তিন কন্যা, অভিযান, সাত পাকে বাঁধা, চারুলতা, অরণ্যের দিন রাত্রি, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, কোনি, গণশত্রু, আতঙ্ক সহ আরও বহু ছবির মধ্যে দিয়েই তিনি বাঙালির কাছে চিরঅমর হয়ে থেকে গিয়েছেন।
advertisement
9/9
মৃত্যুর আগে তিনি তাঁর বায়োপিকে কাজ করছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির নাম অভিযান।
মৃত্যুর আগে তিনি তাঁর বায়োপিকে কাজ করছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির নাম অভিযান।
advertisement
advertisement
advertisement