Sonakshi Sinha: রাখিতে ভাইয়ের হাত ফাঁকা! বরের সঙ্গে আমেরিকায় ঘুরছেন সোনাক্ষী, সোশ্যাল মিডিয়ায় এই কথা লিখলেন ভাই লব
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
অনেকে ভেবেছিলেন, যাই হোক না কেন, রাখিবন্ধনে নিশ্চয় আবার মিটমাট হয়ে যাবে। ভাইবোনের মধ্যে দূরত্ব ঘুচবে। কিন্তু তেমনটা ঘটল না। রাখীর দু’দিন আগে স্বামীর সঙ্গে আমেরিকায় বেড়াতে চলে গিয়েছেন সোনাক্ষী।
advertisement
অনেকে ভেবেছিলেন, যাই হোক না কেন, রাখিবন্ধনে নিশ্চয় আবার মিটমাট হয়ে যাবে। ভাইবোনের মধ্যে দূরত্ব ঘুচবে। কিন্তু তেমনটা ঘটল না। রাখীর দু’দিন আগে স্বামীর সঙ্গে আমেরিকায় বেড়াতে চলে যান সোনাক্ষী। রাখীবন্ধনের সময় তিনি যে দেশে থাকবেন না, আগেই জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তিন দিন আগেই এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। সোনাক্ষী জানান, তৃতীয় হানিমুনে যাচ্ছেন তিনি।
advertisement
advertisement
তবে এই পোস্টে সোনাক্ষীর ছবি বা তাঁর নাম কোথাও নেই। সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ, রাখিবন্ধনের শুভেচ্ছা জানানোর সময় প্রায় প্রত্যেকেই ভাই বা বোনের ছবি দেন। নিদেনপক্ষে তাঁদের নাম উল্লেখ করেন। সোনাক্ষীর সঙ্গে লবের কোনও ছবি নেই, বা দিদির নাম উল্লেখ করতে ভাই ভুলে গিয়েছেন, এমনটা কষ্টকল্পনা। তাহলে হলটা কী? Photo: Instagram
advertisement
না, সেটা এখনও পরিষ্কার নয়। অন্য দিকে, স্বামী জাহিরের সঙ্গে নিউইয়র্কের রেস্তোরাঁয় খাওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা। ক্যাপশনে লিখেছেন, “জাহিরের সঙ্গে কোমা খাচ্ছি।’’ ছবিতে দেখা যাচ্ছে, দু’জনের টেবিলে অনেক ধরণের খাবার রাখা। জাহির মোবাইলে কিছু দেখছেন। আর ছবি তুলছেন সোনাক্ষী। Photo: Instagram
advertisement
স্বামীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্তের কিছু ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। একটি ছবিতে দেখা যাচ্ছে, জাহিরের সঙ্গে নদীর তীরে ঘুরছেন। তার ক্যাপশনে লিখেছেন, “এটাই আমার ভাল কনটেন্ট তৈরির কৌশল। আমি দেখতে চাই, আপনি কতটা ভাল ফটোগ্রাফার।’’ সোনাক্ষী এবং জাহিরের প্রেম কতটা গভীর, ছবিগুলি দেখলেই বোঝা যায়। সম্ভবত এই কারণেই অভিনেত্রী পরিবারের বিরুদ্ধে গিয়ে জাহিরকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন বলে অভিযোগ। Photo: Instagram