Bollywood Dark Secret: অন্ধকারে প্রেমিকার মায়ের শরীরে হাত! বন্ধ আলমারিতে যা ঘটালেন বলিউডের জনপ্রিয় নায়ক... শুনে আঁতকে উঠবেন!

Last Updated:
Bollywood Dark Secret: অভিনেতা-পরিচালক জানান, একবার ঘটনাক্রমে তাঁর বান্ধবীর মায়ের শরীর ছুঁয়ে ফেলেছিলেন। ডার্ক রুম (একটি বিশেষ ধরনের খেলা) খেলার সময় এই ঘটনাটি ঘটে ভুলবশত।
1/7
ভাইপোর চ্যাট শো-তে এসে বিস্ফোরক অভিনেতা-পরিচালক সোহেল খান। আরবাজ খান এবং মালাইকা অরোরার ছেলে আরহান খানের সঙ্গে এই আড্ডার আসর থেকেই উঠে এল অস্বস্তিকর এবং মজাদার একটি ঘটনার প্রসঙ্গে। যা নিজ মুখেই স্বীকার করলেন সলমন খানের ছোট ভাই।
ভাইপোর চ্যাট শো-তে এসে বিস্ফোরক অভিনেতা-পরিচালক সোহেল খান। আরবাজ খান এবং মালাইকা অরোরার ছেলে আরহান খানের সঙ্গে এই আড্ডার আসর থেকেই উঠে এল অস্বস্তিকর এবং মজাদার একটি ঘটনার প্রসঙ্গে। যা নিজ মুখেই স্বীকার করলেন সলমন খানের ছোট ভাই।
advertisement
2/7
অভিনেতা-পরিচালক জানান, একবার ঘটনাক্রমে তাঁর বান্ধবীর মায়ের শরীর ছুঁয়ে ফেলেছিলেন। ডার্ক রুম (একটি বিশেষ ধরনের খেলা) খেলার সময় এই ঘটনাটি ঘটে ভুলবশত। বান্ধবীর মা হঠাৎ হাসতে শুরু করলে সোহেল তাঁর ভুল বুঝতে পারেন।
অভিনেতা-পরিচালক জানান, একবার ঘটনাক্রমে তাঁর বান্ধবীর মায়ের শরীর ছুঁয়ে ফেলেছিলেন। ডার্ক রুম (একটি বিশেষ ধরনের খেলা) খেলার সময় এই ঘটনাটি ঘটে ভুলবশত। বান্ধবীর মা হঠাৎ হাসতে শুরু করলে সোহেল তাঁর ভুল বুঝতে পারেন।
advertisement
3/7
সোহেলের কথায়, “আমার এক প্রাক্তন বান্ধবীর বাড়িতে আমরা ডার্ক রুম খেলছিলাম। আমি গিয়ে একটা আলমারিতে লুকিয়েছিলাম আর আমার বান্ধবীর মা-ও গিয়ে একই আলমারিতে লুকিয়েছিল। আমার মনে হয়েছিল, আমার সঙ্গে ওই আলমারিতে আমার বান্ধবীই লুকিয়েছিল।’’
সোহেলের কথায়, “আমার এক প্রাক্তন বান্ধবীর বাড়িতে আমরা ডার্ক রুম খেলছিলাম। আমি গিয়ে একটা আলমারিতে লুকিয়েছিলাম আর আমার বান্ধবীর মা-ও গিয়ে একই আলমারিতে লুকিয়েছিল। আমার মনে হয়েছিল, আমার সঙ্গে ওই আলমারিতে আমার বান্ধবীই লুকিয়েছিল।’’
advertisement
4/7
‘‘পুরো অন্ধকার ছিল আলমারির ভিতরটা। বান্ধবীই আমার সঙ্গে আছে ভেবে আমি তাঁকে আদর করতে শুরু করি। প্রথম যে জিনিসটি আমার খটকা লাগে, তা হল ওঁর হাসি। উনি হাসতে শুরু করেন, আমিও নিজের ভুল বুঝে হাসতে শুরু করি।’’
‘‘পুরো অন্ধকার ছিল আলমারির ভিতরটা। বান্ধবীই আমার সঙ্গে আছে ভেবে আমি তাঁকে আদর করতে শুরু করি। প্রথম যে জিনিসটি আমার খটকা লাগে, তা হল ওঁর হাসি। উনি হাসতে শুরু করেন, আমিও নিজের ভুল বুঝে হাসতে শুরু করি।’’
advertisement
5/7
‘‘তারপরই সব আলো জ্বলে এবং সবাই বেরিয়ে এসে জিজ্ঞাসা করে কী হয়েছে, কারণ খেলা শেষ হয়ে গিয়েছিল।” গল্পটি বলে সোহেল হাসতে শুরু করেন। অন্যদিকে, আরবাজ, তাঁর ছেলে আরহান এবং আরহানের বন্ধু দেব রায়ানি এবং আরুশ ভার্মার মধ্যেও হাসির রোল ওঠে।
‘‘তারপরই সব আলো জ্বলে এবং সবাই বেরিয়ে এসে জিজ্ঞাসা করে কী হয়েছে, কারণ খেলা শেষ হয়ে গিয়েছিল।” গল্পটি বলে সোহেল হাসতে শুরু করেন। অন্যদিকে, আরবাজ, তাঁর ছেলে আরহান এবং আরহানের বন্ধু দেব রায়ানি এবং আরুশ ভার্মার মধ্যেও হাসির রোল ওঠে।
advertisement
6/7
v
v
advertisement
7/7
প্রথম পর্বে দুই ভাই আরবাজ এবং সোহেলকে অতিথি হিসেবে দেখা গেলেও মালাইকা অরোরা, সলমন খান এবং ওরি-সহ আরও অনেক অতিথি থাকবেন পরবর্তী পর্বগুলিতে।
প্রথম পর্বে দুই ভাই আরবাজ এবং সোহেলকে অতিথি হিসেবে দেখা গেলেও মালাইকা অরোরা, সলমন খান এবং ওরি-সহ আরও অনেক অতিথি থাকবেন পরবর্তী পর্বগুলিতে।
advertisement
advertisement
advertisement