৭ ফেব্রুয়ারি বলিউডের আরেক হেভভিওয়েট বিয়ে! সাতপাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবানি! রাজস্থানে বিয়ে করবেন তারকা-যুগল। ইতিমধ্যেই জয়সালমের এয়ারপোর্টে ফ্রেমবন্দি হলেন কিয়ারা
2/ 7
শুতুই কিয়ারা না, জয়সালমের এয়ারপোর্টে দেখা মিলল হবু বর সিদ্ধার্থর-ও। সিড-কিয়ারার জন্য সেজে উঠেছে রাজস্থানের সূর্যগড় প্রাসাদ। বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা মাত্র ১০০-১২৫ জন।
3/ 7
জয়সালমের এয়ারপোর্টে করণ জোহর, শাহিদ কাপুর আর মীরা রাজপুত। অতিথিদের জন্য বিলাসবহুল সূর্যগড় প্রাসাদে ৮০টি ঘরের আয়োজন করা হয়েছে। অতিথিদের যাতায়াতের জন্য রাখা হয়েছে ৭০টি বিলাসবহুল গাড়িও
4/ 7
জয়সালমের এয়ারপোর্টে ঈশা আম্বানি, আনন্দ পিরামল। আজ, ৬ ফেব্রুয়ারি গায়ে হলুদ ও সঙ্গীতের অনুষ্ঠান। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি যাতে বাইরে না বেরোয়, সেই জন্য মূল অনুষ্ঠানের দিন মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
5/ 7
জয়সালমের এয়ারপোর্টে কিয়ারার মা। জানা যাচ্ছে, সূর্যগড় প্রাসাদের ভিতরেই থাকছে রাজস্থানি লোকনৃত্যর বন্দোবস্ত। বসছে রাজস্থানি ওড়না, শাড়ির পসরা, থাকছে চুড়ি, পুতুলের পসরা। সেখান থেকে ইচ্ছেমতো কেনাকাটি করতে পারবেন অতিথিরা। থাকছে গল্ফ খেলার বন্দোবস্ত।
6/ 7
জয়সালমের এয়ারপোর্টে কিয়ারার বাবা। সূত্রের খবর, আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে ইন্ডাস্ট্রির মানুষদের জন্য রিসেপশনের আয়োজন করতে চলেছেন তারকা যুগল।
শুতুই কিয়ারা না, জয়সালমের এয়ারপোর্টে দেখা মিলল হবু বর সিদ্ধার্থর-ও। সিড-কিয়ারার জন্য সেজে উঠেছে রাজস্থানের সূর্যগড় প্রাসাদ। বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা মাত্র ১০০-১২৫ জন।
জয়সালমের এয়ারপোর্টে ঈশা আম্বানি, আনন্দ পিরামল। আজ, ৬ ফেব্রুয়ারি গায়ে হলুদ ও সঙ্গীতের অনুষ্ঠান। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি যাতে বাইরে না বেরোয়, সেই জন্য মূল অনুষ্ঠানের দিন মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।