Shruti-Swarnendu Honeymoon: ছবি দিয়ে ফাঁস ‘মিনি হানিমুন’-এর গন্তব‍্য! কোথায় গিয়েছিলেন শ্রুতি-স্বর্ণেন্দু?

Last Updated:
Shruti-Swarnendu Honeymoon: অগ্নিসাক্ষী করে বিয়ে নয় বরং রেজিস্ট্রি করে সিঁদুরদান, মালাবদল করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার৷
1/7
চার বছর প্রেম করার পর অবশেষে গত ৯ জুলাই স্বপ্নপূরণ হয়েছে ‘রাঙা বউ’ শ্রুতি দাসের। মনের মানুষ স্বর্ণেন্দু সমাদ্দারকে বিয়ে করেছেন তিনি।
চার বছর প্রেম করার পর অবশেষে গত ৯ জুলাই স্বপ্নপূরণ হয়েছে ‘রাঙা বউ’ শ্রুতি দাসের। মনের মানুষ স্বর্ণেন্দু সমাদ্দারকে বিয়ে করেছেন তিনি।
advertisement
2/7
অগ্নিসাক্ষী করে বিয়ে নয় বরং রেজিস্ট্রি করে সিঁদুরদান, মালাবদল করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার৷ তবে বিয়ে করলেও আর পাঁচজনের মতো কালরাত্রি, বৌভাত কিছুই হয়নি শ্রুতির৷
অগ্নিসাক্ষী করে বিয়ে নয় বরং রেজিস্ট্রি করে সিঁদুরদান, মালাবদল করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার৷ তবে বিয়ে করলেও আর পাঁচজনের মতো কালরাত্রি, বৌভাত কিছুই হয়নি শ্রুতির৷
advertisement
3/7
বিয়ের আচার মেনে সবকিছু না হলেও কোনওভাবেই হানিমুনটা মিস করতে চাননি অভিনেত্রী৷ যদিও তাঁদের ঘুরতে যাওয়াকে হানিমুন নয় বরং মিনি হানিমুন বলেছেন অভিনেত্রী৷
বিয়ের আচার মেনে সবকিছু না হলেও কোনওভাবেই হানিমুনটা মিস করতে চাননি অভিনেত্রী৷ যদিও তাঁদের ঘুরতে যাওয়াকে হানিমুন নয় বরং মিনি হানিমুন বলেছেন অভিনেত্রী৷
advertisement
4/7
 শুধু তাই নয়, মিনি হানিমুনেই স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে জীবনের প্রথমবার বিমানে ওঠার স্বপ্নপূরণ করছেন শ্রুতি৷
শুধু তাই নয়, মিনি হানিমুনেই স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে জীবনের প্রথমবার বিমানে ওঠার স্বপ্নপূরণ করছেন শ্রুতি৷
advertisement
5/7
 কিন্তু মিনি হানিমুনে কোথায় গিয়েছিলেন? সে কথা যাওয়ার আগে খোলসা করেননি শ্রুতি। নিউজ18 বাংলাকে পর্দার ‘রাঙা বউ’ জানিয়েছিলেন, সোমবার শহরে ফিরবেন, তারপর সকলকে জানাবেন হানিমুন সারতে কোথায় গিয়েছিলেন নবদম্পতি।
কিন্তু মিনি হানিমুনে কোথায় গিয়েছিলেন? সে কথা যাওয়ার আগে খোলসা করেননি শ্রুতি। নিউজ18 বাংলাকে পর্দার ‘রাঙা বউ’ জানিয়েছিলেন, সোমবার শহরে ফিরবেন, তারপর সকলকে জানাবেন হানিমুন সারতে কোথায় গিয়েছিলেন নবদম্পতি।
advertisement
6/7
আর যেমন কথা তেমন কাজ। সোমবার সকালেই শ্রুতি তাঁর সোশ‍্যাল মিডিয়া পেজ-এ মিনি হানিমুনের গন্তব‍্য ফাঁস করেন। ‘জাস্ট ম্যারেড’ জুটি বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গে।
আর যেমন কথা তেমন কাজ। সোমবার সকালেই শ্রুতি তাঁর সোশ‍্যাল মিডিয়া পেজ-এ মিনি হানিমুনের গন্তব‍্য ফাঁস করেন। ‘জাস্ট ম্যারেড’ জুটি বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গে।
advertisement
7/7
উত্তরবঙ্গে তাঁরা ঘুরেছেন লাভারস্ পয়েন্ট, নেউড়া নদী, রকি দ্বীপ। নিজেদের অন্তরঙ্গ কিছু ছবিও ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে।
উত্তরবঙ্গে তাঁরা ঘুরেছেন লাভারস্ পয়েন্ট, নেউড়া নদী, রকি দ্বীপ। নিজেদের অন্তরঙ্গ কিছু ছবিও ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে।
advertisement
advertisement
advertisement