Shruti Das Baby Planning: মা হচ্ছেন শ্রুতি? রাঙা বউয়ের কোলে আলো করে সন্তান আসবে কবে? প্রকাশ্যে এল দিনক্ষণ!

Last Updated:
Shruti Das Baby Planning: অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’ পরিচালনা করতেন স্বর্ণেন্দু। তখন থেকেই প্রেমের সূত্রপাত। ১৪ বছরের বড় প্রেমিককে বিয়ে করে ‘মিনি হানিমুন’-ও সেরে ফেলেছেন তিনি।
1/5
গত ৯ জুলাই আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী শ্রুতি দাস। কিন্তু পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ঘটা করে সামাজিক বিবাহও করার ইচ্ছে তাঁর। আর সেই সব পরিকল্পনা নিয়ে অকপট আড্ডা দিলেন পর্দার ‘রাঙা বউ’।
গত ৯ জুলাই আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী শ্রুতি দাস। কিন্তু পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে ঘটা করে সামাজিক বিবাহও করার ইচ্ছে তাঁর। আর সেই সব পরিকল্পনা নিয়ে অকপট আড্ডা দিলেন পর্দার ‘রাঙা বউ’।
advertisement
2/5
শুধু তা-ই নয়, নায়িকা জানালেন তিনি ফ্যামিলি প্ল্যানিংও সেরে ফেলেছেন ইতিমধ্যে। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে নিজেই জানালেন মা হওয়ার দিনক্ষণ।
শুধু তা-ই নয়, নায়িকা জানালেন তিনি ফ্যামিলি প্ল্যানিংও সেরে ফেলেছেন ইতিমধ্যে। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে নিজেই জানালেন মা হওয়ার দিনক্ষণ।
advertisement
3/5
সম্প্রতি যে প্রোমো প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, শ্রুতি বলছেন, ২০২৫ সালে স্বর্ণেন্দুর সঙ্গে সোশ্যাল ম্যারেজ সারবেন এবং ২০৩০ সালে সন্তানের জন্ম দেবেন।
সম্প্রতি যে প্রোমো প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, শ্রুতি বলছেন, ২০২৫ সালে স্বর্ণেন্দুর সঙ্গে সোশ্যাল ম্যারেজ সারবেন এবং ২০৩০ সালে সন্তানের জন্ম দেবেন।
advertisement
4/5
তাঁর কথায়, ‘‘২৫- এ সোশ্যাল ম্যারেজটা করব। তারপর ৩০- এ বেবি। ভাবছি, সেই সময় আমার বরের বয়স কত হবে?’’ সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় হেসে গড়িয়ে পড়েছেন এ কথা শুনে।
তাঁর কথায়, ‘‘২৫- এ সোশ্যাল ম্যারেজটা করব। তারপর ৩০- এ বেবি। ভাবছি, সেই সময় আমার বরের বয়স কত হবে?’’ সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় হেসে গড়িয়ে পড়েছেন এ কথা শুনে।
advertisement
5/5
অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’ পরিচালনা করতেন স্বর্ণেন্দু। তখন থেকেই প্রেমের সূত্রপাত। ১৪ বছরের বড় প্রেমিককে বিয়ে করে ‘মিনি হানিমুন’-ও সেরে ফেলেছেন তিনি।
অভিনেত্রীর প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’ পরিচালনা করতেন স্বর্ণেন্দু। তখন থেকেই প্রেমের সূত্রপাত। ১৪ বছরের বড় প্রেমিককে বিয়ে করে ‘মিনি হানিমুন’-ও সেরে ফেলেছেন তিনি।
advertisement
advertisement
advertisement